Panchayat Election 2023: 'কোনও অসুবিধা হলে আমাদের জানান', স্বরূপনগরে বেনজির দৃশ্য!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Panchayat Election 2023: বিরোধী ৪০ প্রার্থী মনোনয়ন জমা দিলেন স্বরূপনগরের বিডিও অফিসে।
বসিরহাট:সিপিএম, কংগ্রেস, বিজেপি আইএসএফের মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন জমা দিল স্বরূপনগরের বিডিও অফিসে। শান্তিপূর্ণভাবে পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দিল বিরোধী দলের প্রার্থীরা। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ দলের প্রার্থীরা দলে দলে এসে তাদের নমিনেশন পত্র দাখিল করলেন বিডিও অফিসে।
উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভার স্বরূপনগর ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা বিরোধীদলের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দিলেন।
advertisement
স্বরূপনগর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানজার হোসেন আঞ্জুম বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনের বিধি মেনে আজ প্রার্থীরা এসে নমিনেশন দিলেন। শান্তিপূর্ণভাবে যাতে নমিনেশন হয় তার সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি মেনে প্রার্থীরা দলে দলে এসে আজকে নমিনেশন জমা দিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো মনোনয়ন পর্ব। আগামী দিনে এই পরিবেশ বজায় রাখার জন্য সব রকম চেষ্টা আমরা করছি। কোন অসুবিধা হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’
advertisement
—- জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 12:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: 'কোনও অসুবিধা হলে আমাদের জানান', স্বরূপনগরে বেনজির দৃশ্য!