Panchayat Election 2023 | TMC: ভোটের আগে বিরাট স্ট্র্যাটেজি তৃণমূলের! পুরনো 'ভুল' আর নয়, রবিবারই ঘুরতে পারে 'খেলা'

Last Updated:

Panchayat Election 2023 | TMC: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নজরে মতুয়া ভোট। 

তৃণমূলের নতুন পরিকল্পনা
তৃণমূলের নতুন পরিকল্পনা
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নজরে মতুয়া ভোট। নদিয়া ও উত্তর ২৪ পরগণায় তাই মতুয়া অধ্যুষিত এলাকায় প্রচারে জোর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের৷ রবিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এসে অভিষেক যাবেন মতুয়া ঠাকুরবাড়িতে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা৷ প্রসঙ্গত রাণাঘাট ও বনগাঁ দুই লোকসভা আসন ২০১৯ সালে হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের।
এমনকি বিধানসভা ভোটেও খারাপ ফল হয়েছে এই এলাকায়৷ বিশেষ করে রাণাঘাট ও বনগাঁর ফল নিয়ে যথেষ্ট চিন্তায় তৃণমূল কংগ্রেস।এই অবস্থায় আজ, রবিবার ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক। বিজেপি শিবির ইতিমধ্যেই CAA নিয়ে সুর চড়াতে শুরু করেছে। যার প্রভাব মতুয়া ভোট ব্যাঙ্কের ওপর পড়বে বলে মত রাজনৈতিক মহলের।
advertisement
advertisement
নদিয়া জেলার ১৭ বিধানসভা আসনের মধ্যে মতুয়া ফ্যাক্টর একাধিক বিধানসভায়।  রাণাঘাট উত্তর-পূর্ব, রাণাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ আসনে ৪০% মতুয়া ভোট। মতুয়া প্রভাব আছে শান্তিপুর ও চাকদহ আসনেও।  ২০১৯ ও ২০২১ সালে ফল খারাপ হয় তৃণমূলের। এই জেলার রাণাঘাট লোকসভা আসন হাতছাড়া হয়। সীমান্তবর্তী এলাকায় নমঃশূদ্র ভোটেও নজর বিজেপির। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এই জেলায় ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, ভোট যযথাযথ হয়নি।
advertisement
পঞ্চায়েতে এই ভাল ফল বদলে যায় ২০১৯ এর লোকসভা ভোটে। নদিয়া জেলার দুই লোকসভা আসনের মধ্যে কৃষ্ণনগর আসন তৃণমূল কংগ্রেস জিতলেও, বিজেপি পায় রাণাঘাট আসন। ২০১৯ লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ১১ বিধানসভা আসনে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এগিয়ে ছিল মাত্র ৬’টিতে। ২০২১ এর বিধানসভা ভোটে, জোর লড়াই হয় তৃণমূল-বিজেপির। শান্তিপুর উপনির্বাচন জিতে ৯’টি বিধানসভায় জয় হয়েছে তৃণমূলের।
advertisement
বিজেপির হাতে ৮ বিধানসভা আসন থাকলেও, দূরত্ব বাড়িয়ে নিয়েছেন বিজেপির প্রতীকে জেতা বিধায়ক মুকুল রায়। ফলে বিধানসভা ভিত্তিক লড়াইয়ে জোর দিচ্ছে শাসক দল। অন্যদিকে বনগাঁ, গাইঘাটা, বাগদা সব এলাকায় খারাপ ফল হয় তৃণমূলের। মতুয়াদের পাশে আছি এই বার্তা দিলেও আদপে কতটা পাশে মতুয়ারা আছে তা বোঝা যাবে আসন্ন পঞ্চায়েত ভোটে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023 | TMC: ভোটের আগে বিরাট স্ট্র্যাটেজি তৃণমূলের! পুরনো 'ভুল' আর নয়, রবিবারই ঘুরতে পারে 'খেলা'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement