Abhishek Banerjee: দিল্লি থেকে চাওয়া হল ফুটেজ, অভিষেক মঙ্গলবার হাজির না হলে কী হবে? ইডি-র অন্দরে ঝড়

Last Updated:

Abhishek Banerjee: ফুটেজ চাওয়া হয়েছে ইডির পূর্বাঞ্চলীয় কলকাতা দফতরের কাছে। কুন্তল ঘোষের চিঠি মামলায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়।

ইডি-র ডাকে সাড়া দেবেন না অভিষেক?
ইডি-র ডাকে সাড়া দেবেন না অভিষেক?
কলকাতা: ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোট মিটলে তিনি ইডির কাছে হাজিরা দেবেন। তার আগে যাওয়া সম্ভব নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য হালকা ভাবে নেয়নি ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, বৃহস্পতিবার অভিষেকের করা এমন মন্তব্যের অসম্পাদিত ভিডিও ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে ইডির দিল্লি সদর দফতরের তরফে।
ফুটেজ চাওয়া হয়েছে ইডির পূর্বাঞ্চলীয় কলকাতা দফতরের কাছে। কুন্তল ঘোষের চিঠি মামলায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। ডাকা হয় ১৩ জুন অর্থাৎ আগামী মঙ্গলবার। এই নোটিসের পরই অভিষেক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, পঞ্চায়েত ভোট শেষ না হলে তিনি হাজিরা দেবেন না। আইনজীবী মারফত তা জানিয়ে দেবেন ইডিকে।
advertisement
advertisement
জনসংযোগ কর্মসূচি নিয়ে ব্যস্ত, ফলে মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, এমনই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘনিষ্ঠ মহলে জানান, তাঁর জনসংযোগ কর্মসূচি বারবার আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেই জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারে বারে হেনস্থা করা হচ্ছে৷
advertisement
অভিষেকের অভিযোগ, এর আগেও তাঁকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল মাত্র এক দিনের নোটিসে। সেদিন জনসংযোগ যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে ফিরেছিলেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ফের বাঁকুড়া ফিরে যান। সেখান থেকে ফের জনসংযোগ যাত্রা শুরু করেন। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ওইদিনই রুজিরাকে নোটিস পাঠিয়ে ডেকে পাঠায় ইডি। সেই মতোই বৃহস্পতিবার হাজিরা দেন রুজিরা। ওইদিনই অভিষেককে সমন পাঠায় ইডি। নোটিসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে ঘনিষ্ট মহলে অভিষেক জানিয়েছেন, মঙ্গলবার সম্ভবত তিনি হাজিরা দেবেন না ইডি দফতরে। আর অভিষেকের এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে ইডি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: দিল্লি থেকে চাওয়া হল ফুটেজ, অভিষেক মঙ্গলবার হাজির না হলে কী হবে? ইডি-র অন্দরে ঝড়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement