Durga Puja 2025: দেড়'শ বছরের প্রাচীন পুজো! জমিদার বাড়ি, কামান, টেরাকোটা...পুজোর ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গায়

Last Updated:

Durga Puja 2025: টেরাকোটার আদলে নির্মিত মন্দির। পুজোর ছুটিতে ঘুরে দেখুন এই জমিদার বাড়ি, দেখুন প্রায় ১৪০ বছরের পুরোনো পুজো।

+
দেব

দেব পরিবারের পুজো

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ইতিহাসের অলিন্দে কান পাতলে শোনা যায়, এককালের রাজস্থান নিবাসী জমিদারের কাহিনী। কয়েক’শ বিঘা জায়গা, হাতিশাল, মোহর, খাজনা এসব নিয়েই সময় কাটত জমিদার পরিবারে। বেশ কয়েক’শ বছর আগে জমিদার শাসন ছিল এখানে। তাদের রয়েছে বসবাসের জমিদার বাড়ি, কাছারি বাড়ি এবং মন্দির। যে মন্দিরের গঠনশৈলী বেশ আকর্ষণীয়। তবে কালের নিয়ম ক্রমশ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে জমিদারি শাসন।
জমিদারিত্ব হারানর পর ধীরে ধীরে অবলুপ্তির পথে তাদের বসতভিটে। সামান্য অক্ষত থাকলেও সেদিনের সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। টেরাকোটার আদলে নির্মিত মন্দির। পুজোর ছুটিতে ঘুরে দেখুন এই জমিদার বাড়ি, দেখুন প্রায় ১৪০ বছরের পুরোনো পুজো।
advertisement
advertisement
হাতির পিঠে চাপিয়ে সসম্মানে আনা হত ব্রাহ্মণকে। কামান দেগে দেবীর বোধন হত নারায়ণগড়ের গড় কৃষ্ণপুর গ্রামের দেব জমিদার বাড়ির পুজোয়। তবে কালক্রমে জমিদারি হারিয়ে ১৯৭১ সালে প্রতিমা পুজো বন্ধ হয়ে যায়। চলত ঘট পুজো। এবছর কুশমুড়ির দেব জমিদার পরিবারে ফের শুরু হচ্ছে প্রতিমা পুজো। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। খুশি পরিবারের লোকজন থেকে স্থানীয়রা। দীর্ঘ ৫৪ বছর পর প্রতিমা পুজোয় ফিরছে দেব পরিবার।
advertisement
শুধু তাই নয়, পুজোর দিনে ঘুরে দেখুন ভগ্নপ্রায় জমিদার বাড়ি। জানা যায়, ১৭৫০-১৭৫১ সাল নাগাদ রাজস্থান থেকে বাংলায় এসেছিল দেও পরিবার। বাস করতেন নারায়ণগড়ের কৃষ্ণপুর গ্রামে। পরবর্তী সময়ে জমিদারি লাভ করেন তারা। তৎকালীন সময়ে এলাকায় প্রায় ৫০-টি মৌজার অধিকারসত্ব লাভ করেছিল পরিবারটি।
advertisement
ইংরেজ সরকার এই পরিবারকে দিয়েছিল চৌধুরী উপাধি। দিয়েছিল কামান। সেই কামান দেগে ১৮৮৪ সালে রাধামোহন দেব পুজো শুরু করেন। গড়ে তোলেন কুল দেবতা ব্রজরাজজিউর মন্দির। ডাকের সাজে দুর্গা প্রতিমার বোধন হত কামান দেগে। জমিদার বাড়ি থেকে হাতি যেত পুরোহিতকে আনতে। হাতির পিঠে চড়ে পুরোহিত আসতেন জমিদার বাড়িতে দেবী দুর্গার পুজো আরাধনায়।
advertisement
জাঁকজমকপূর্ণ এই পুজোর পাঁচদিন প্রজাদের অন্নভোগ বিতরণ করা হত। জমিদার বাড়ির মূল ফটকে পুজোর কয়েকটা দিন বসত নহবত। কালের নিয়মে জমিদারি যায় ধীরে ধীরে। ১৯৭১ সাল থেকে মূর্তি পুজো বন্ধ হয়ে যায়। এরপর ঘটের উপর পিতলের মূর্তি স্থাপন করে চলত পুজো। তবে এবার থেকে ফের ফিরছে পুরোনো ঐতিহ্য। ফের পুজো হবে প্রতিমায়। তবে, এবার পুজোতে আপনার ডেস্টিনেশন হোক দেব পরিবারের এই পুজোর আসর ও ভগ্নপ্রায় জমিদার বাড়ি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দেড়'শ বছরের প্রাচীন পুজো! জমিদার বাড়ি, কামান, টেরাকোটা...পুজোর ছুটিতে ঘুরে আসুন কলকাতার কাছেই এই জায়গায়
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement