Hooghly News: ফের বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির, আহত একাধিক  

Last Updated:

হুগলির আরামবাগের চারমাইলে বেসরকারি যাত্রীবাহী বাসে ধাক্কায় তরতাজা প্রাণ গেল।

নয়নজুলিতে বাস  
নয়নজুলিতে বাস  
আরামবাগ:আবারও বেসরকারি যাত্রীবাহী বাসে ধাক্কায় তরতাজা প্রাণ গেল। ঘটনাটি হুগলির আরামবাগের চারমাইল এলাকায়। দুর্ঘটনায় জেরে আহত হয় একাধিক যাত্রী। জানা গেছে গৌরহাটি থেকে আরামবাগ যাওয়ার সময় এক পথচারীকে সজরে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে নেমে যায়।
ঘটনা বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে তড়িঘড়ি এলাকার মানুষ আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। রীতিমতো এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।স্থানীয়রা এই বিষয়ে জানান, হঠাৎই সাতসকালে রাজ্য সড়কের উপর দিয়ে দুটি বেসরকারি বাস ওভারটেক করছিল রাস্তার উপর দিয়ে বেশ কয়েকজন পথচারী ব্যক্তি যাচ্ছিল আর সেই সময়ই ধাক্কা মারে।
advertisement
advertisement
এই ঘটনা নজর আসা মাত্রই ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় এবং পাশে থাকা আহতদেরকে উদ্ধার করে আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন। এই ঘটনা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। দীর্ঘঘন রাজ্য সড়কের যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ওই যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কিভাবে এই দুর্ঘটনা ঘটল পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ফের বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির, আহত একাধিক  
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement