কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীদের গাড়ি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ঘটনায় মৃত্যু হয়েছে একজনেরl গুরুতর জখম বেশ কয়েকজন।
#ডায়মন্ডহারবার: সাগরে কপিল মুনির আশ্রম থেকে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীদের গাড়িl ঘটনায় মৃত্যু হয়েছে একজনেরl গুরুতর জখম বেশ কয়েকজন।
জানা যায়, হুগলির ধনেখালি থানার যাদববাটি থেকে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম এ পুজো দিতে এসেছিলেন সোনালী নাই, আনন্দমোহন নাই, রঘুনাথ নাই, সুকুমার নাই সহ কুড়ি জন। এদিন পুজো দিয়ে ম্যাজিক গাড়িতে করে কচুবেড়িয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই তীর্থযাত্রীদের ম্যাজিক গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাধা কৃষ্ণ দাস নামের এক ব্যক্তির বাকি কুড়ি জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে তাদেরকে প্রশাসনিক তৎপরতায় কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা বেশ কয়েকজনকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।তীর্থযাত্রীদের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদারকি করেন ডায়মন্ডহারবার বিধায়ক দীপক হালদার।এদিন ডায়মন্ড হারবার থেকে বেশ কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সাগরে পথদুর্ঘটনায় প্রশ্ন তুলছে গাড়ি চালকদের গাড়ি চালানো নিয়ে। এবার আবারো গাড়ির গতি থাকায় দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রীদের গাড়ি !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 11:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীদের গাড়ি !