Accident: রাস্তায় খেলতে খেলতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ গেল শিশুর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার কুবাজপুর এলাকায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেল মাত্র তিন বছরের এক শিশুকন্যার।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্বস্থলী: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার কুবাজপুর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল মাত্র তিন বছরের এক শিশুকন্যার। বৃহস্পতিবার, দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত শিশুর নাম আফসা শেখ ওরফে আফসা খাতুন।
পরিবার সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে বাড়ির সামনেই খেলছিল ছোট্ট আফসা। হঠাৎ খেলতে খেলতে ব্যস্ত রাস্তার দিকে দৌড় দেয় সে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা মারে শিশুটিকে। আচমকা ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আফসা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন।
advertisement
ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা ওই মারুতি ভ্যানটিকে আটক করে এবং চালককে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। অপরদিকে রক্তাক্ত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেখানে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসক আফসাকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এই করুণ ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার। নিছক এক অসাবধান মুহূর্তই কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 4:28 PM IST

