ফের ঢোলাহাটে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
Last Updated:
Rape case: এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
#ঢোলাহাট: আবারও ঢোলাহাটে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম কৌশিক হালদার (২২)।
ঢোলাহাটের পাথরবেড়িয়া মোড় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৫, ৩৭৬ (২) (এন) ধারা, ৬ পকসো ও ৯ চাইল্ড ম্যারেজ আইনে মামলা রুজু করে মঙ্গলবার তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- Howrah News: অন্ধকারে জ্বলছে চোখ! রাতের পথে ওটা কী! অচেনা বন্যপ্রাণীকে ঘিরে রহস্য তীব্র
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা বছর ১৫-র এক নাবালিকা গত বছরের মে মাসের ৩ তারিখ, মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়।
advertisement
advertisement
পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান না পাওয়ায় ৫ই মে বৃহস্পতিবার ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ১৫ই মে রবিবার ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করার পর এর নেপথ্য থাকা কোচফলের বাসিন্দা কৌশিক হালদারের সন্ধান পায় পুলিশ। পুলিশের আঁচ পেয়ে তার পর থেকে ফেরার ছিল কৌশিক। পুলিশও তার খোঁজে তল্লাশি শুরু করে।
advertisement
আরও পড়ুন- কোলাঘাটে এখন শুধুই কলতান, নতুন অতিথিদের দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়
স্থান পরিবর্তন করে একাধিক জায়গায় থাকতে শুরু করে সে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পাথরবেড়িয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর পরই ওই যুবককে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ওই নাবালিকার পরিবারের লোকজন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 11:14 PM IST








