East Bardhaman News: অবিশ্বাস্য প্রতিভা! এই পড়ুয়ার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
India Book Of Records: 'ওম' উচ্চারণ করে নজির গড়ল পূর্ব বর্ধমানের এই পড়ুয়া। পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্বীকৃতি।
পূর্ব বর্ধমান: ‘ওম’ উচ্চারণ করে নজির গড়ল পূর্ব বর্ধমানের এই পড়ুয়া। পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্বীকৃতি। দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের কাটোয়ার এই পড়ুয়া যুক্ত যোগব্যায়ামের সঙ্গে। প্রতি দিন দীর্ঘ সময় ধরে যোগাভ্যাস করে সে। আর যোগাতে সব থেকে বেশি ব্যবহৃত শব্দ ‘ওম’। এবার দীর্ঘক্ষণ সেই ‘ওম’ উচ্চারণ করেই অন্যতম নজির গড়ল পূর্ব বর্ধমানের কাটোয়ার ছেলে অনির্বাণ দত্ত। ইতিমধ্যেই এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হয়েছে তার। যে খবরে স্বভাবতই খুশির হাওয়া তার পরিবার পরিজন-সহ শহরবাসীর মধ্যে।
অনির্বাণ কাটোয়া শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। নিজের অর্জিত এই স্বীকৃতি সম্পর্কে অনির্বাণ জানিয়েছে, ”আমি এটার জন্য দীর্ঘ দিন চেষ্টা চালাচ্ছি। আজ থেকে আড়াই তিন মাস আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইট-এ যাই। বিভিন্ন রেকর্ড সম্পর্কে দেখি। তার পর আমি দেখি আমার আওতার মধ্যে ওম শব্দ উচ্চারণে ৪৩ সেকেন্ডের একটা রেকর্ড ছিল। এরপর আমি এটা ব্রেক করার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিই। আমি ৪৫ সেকেন্ড করতে পেরে রেকর্ড করতে পেরেছি।”
advertisement
advertisement
বর্তমানে অনির্বাণ কাটোয়া কলেজের গণিত বিভাগের ছাত্র। অনির্বাণ ছোট থেকেই যোগার সঙ্গে যুক্ত। এই রেকর্ড গড়ার লক্ষ্যে দীর্ঘদিন অনুশীলনও চালিয়েছে সে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সে সাফল্য অর্জন করেছে। অনির্বাণের এই সাফল্যে যথেষ্ট খুশি হয়েছেন জেলার ক্রীড়া প্রেমীরাও। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার এসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানিয়েছেন, ”অনির্বাণ পশ্চিমবঙ্গের সম্মান ভারতবর্ষের সামনে তুলে ধরেছে। আমরা খুবই আনন্দিত। আগামী দিনে ও আরও এগিয়ে চলুক।”
advertisement
বর্তমানে অনির্বাণ যোগা প্রশিক্ষণ দিয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি যোগা যেন তার এক অন্যরকম নেশা। অনির্বাণের কথায় যোগার মধ্যে আরও বিভিন্ন জিনিস রয়েছে, যেগুলো অনুশীলন করে পরবর্তীতে রেকর্ড করা যেতে পারে। আগামী দিনেও অনির্বাণ বড় চমক দেবে বলে জানিয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অবিশ্বাস্য প্রতিভা! এই পড়ুয়ার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে