Sandip Ghosh Arrest: 'আজ আমাদের বোন একটু শান্তি পাবে...' সন্দীপের গ্রেফতার আসলে আন্দোলনের জয়! চোখে জল ডাক্তারদের
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
বৃষ্টির মধ্যে ঠায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফিরে আসার ঘটনা শুরুতে ব্যর্থতা মনে হলেও, একেবারে নিরাশ হলেন না আন্দোলনকারী চিকিৎসকরা।
কলকাতা: সন্দীপ ঘোষের গ্রেফতারি আসলে আন্দোলনের জয়! এমনই মনে করছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বৃষ্টির মধ্যে ঠায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফিরে আসার ঘটনা শুরুতে ব্যর্থতা মনে হলেও, একেবারে নিরাশ হলেন না আন্দোলনকারী চিকিৎসকরা। শেষমেশ আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই৷
খবর পাওয়া মাত্র স্লোগান দিতে দিতে কেঁদে ফেলেন বেশ কয়েকজন চিকিৎসক। আনন্দাশ্রু চোখে নিয়েই তাঁরা জোরালো কন্ঠে বলেন, “আমরা ৩ ঘন্টা অপেক্ষা করেছি। আমরা ঘাড় নোয়াইনি। আরও কত অপরাধী বাইরে আছে! সব জেলের ঘানি টানবে। আজ আমাদের বোন একটু শান্তি পাবে। আমাদের শিরদাঁড়া কেউ বাঁকাতে পারবে না”।
advertisement
advertisement
সন্দীপ গ্রেফতার হতেই উল্লাস দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের। এত দিনে একটু হলেও বিচার পেলেন নির্যাতিতা চিকিৎসক, এমনই মনে করছেন তাঁর সতীর্থরা। সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে৷ সন্দীপ ঘোষের পাশাপাশি আজ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও একই অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই৷
advertisement
এর আগেই আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই৷ এবার মূল মামলায় তাঁকে গ্রেফতার করা হল৷
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ৷ এই ঘটনার তদন্তে নেমে পরের দিনই গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে৷ এর পর এই মামলার তদন্তভার হাতে নিয়ে সন্দীপ ঘোষকে একটানা প্রায় ১৪ দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তাঁর পলিগ্রাফ টেস্টও করা হয়৷
advertisement
সিবিআই সূত্রে খবর, আরজি করে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের যে ভূমিকা ছিল, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে৷ তথ্যপ্রমাণ লোপাটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তাতেও সন্দীপ ঘোষের ভূমিকা রয়েছে বলে মনে করছে সিবিআই৷ টানা জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ ঘোষ বার বার তদন্তকারীদের এই বিষয়গুলিতে সন্দীপ ঘোষ বিভ্রান্ত করেছেন বলে সিবিআই সূত্রে অভিযোগ৷ এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন সন্দীপ ঘোষ৷ খুন এবং ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষখে হেফাজতে নেওয়ার জন্য রবিবার আদালতে আবেদন করবে সিবিআই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 10:47 PM IST