Viral News: একটা সাইকেলে শতাধিক আলো, ঝলমল! সঞ্জয় দত্তকে ইমপ্রেস করতে এ কী করলেন বাঁকুড়ার এই ব্যক্তি?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
দুটি ব্যাটারি সম্বলিত এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ান বাঁকুড়ার রাস্তায় রাস্তায়। মুখে লেগে রয়েছে হাসি, কেউ প্রশ্ন করলে উত্তর দেন খোলা মনে।
বাঁকুড়া: সাইকেলে আলো লাগিয়ে মানুষকে অবাক করতে চান বাঁকুড়ার এই ব্যক্তি। দেখে মনে হবে এ কোনও মহাজাগতিক বস্তু হাজির হয়েছে। একটি সাধারণ সাইকেলে লাগান রয়েছে শতাধিক লাইট। রাতের অন্ধকারে মায়াবী দেখতে লাগে। অনুষ্ঠানের কারণে সাইকেলটাকে সাজানো হয়েছে? আদতে তা নয়! এই সাইকেলটি এরকমই দেখতে লাগে সবসময়।
বাঁকুড়ার ব্যক্তি হৃদয়রঞ্জন কর্মকার অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করার জন্য যেতে চান মুম্বাই। সেই কারণেই দুটি ব্যাটারি সম্বলিত এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ান বাঁকুড়ার রাস্তায় রাস্তায়। মুখে লেগে রয়েছে হাসি, কেউ প্রশ্ন করলে উত্তর দেন খোলা মনে। বাঁকুড়ার দোলতলার বাসিন্দা, অবিবাহিত হৃদয় রঞ্জন কর্মকার জানিয়েছেন, তিনি কোনও কাজ করেন না। জানো তার পুরো জীবনটা কাটছে এই সাইকেলটিকে আঁকড়ে ধরে।
advertisement
advertisement
এলাকায় রয়েছে তাঁর পরিচিতি। হঠাৎ হঠাৎ গেয়ে ফেলেন গান! সেই গান শুনে মুগ্ধ এবং হতচকিত বাঁকুড়া। কী নেই সেই গানে? এলন মাস্ক থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। এক সূত্রে গাঁথা সকলেই। হৃদয় রঞ্জন কর্মকার বলেন, “বিগত তিন বছর ধরে সাইকেল সাজিয়ে রেখেছি। প্রতিদিন চালাই আমার সাইকেল। আমি মানুষকে সত্যযুগ দেখাতে চাই।” শীত, গ্রীষ্ম, বর্ষা কোনও কিছুই তাঁকে আটকে রাখতে পারেনা। হাসিমুখ আর বুক ভরা আনন্দ নিয়ে তিনি বেরিয়ে পড়েন প্রতিদিন। তাঁর যা যা স্বপ্ন রয়েছে তা আদৌ সত্যি হবে কিনা সেটা বড় কথা নয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: একটা সাইকেলে শতাধিক আলো, ঝলমল! সঞ্জয় দত্তকে ইমপ্রেস করতে এ কী করলেন বাঁকুড়ার এই ব্যক্তি?