Viral News: একটা সাইকেলে শতাধিক আলো, ঝলমল! সঞ্জয় দত্তকে ইমপ্রেস করতে এ কী করলেন বাঁকুড়ার এই ব্যক্তি?

Last Updated:

দুটি ব্যাটারি সম্বলিত এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ান বাঁকুড়ার রাস্তায় রাস্তায়। মুখে লেগে রয়েছে হাসি, কেউ প্রশ্ন করলে উত্তর দেন খোলা মনে। 

+
লাইটিং

লাইটিং সাইকেল

বাঁকুড়া: সাইকেলে আলো লাগিয়ে মানুষকে অবাক করতে চান বাঁকুড়ার এই ব্যক্তি। দেখে মনে হবে এ কোনও মহাজাগতিক বস্তু হাজির হয়েছে। একটি সাধারণ সাইকেলে লাগান রয়েছে শতাধিক লাইট। রাতের অন্ধকারে মায়াবী দেখতে লাগে। অনুষ্ঠানের কারণে সাইকেলটাকে সাজানো হয়েছে? আদতে তা নয়! এই সাইকেলটি এরকমই দেখতে লাগে সবসময়।
বাঁকুড়ার ব্যক্তি হৃদয়রঞ্জন কর্মকার অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করার জন্য যেতে চান মুম্বাই। সেই কারণেই দুটি ব্যাটারি সম্বলিত এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ান বাঁকুড়ার রাস্তায় রাস্তায়। মুখে লেগে রয়েছে হাসি, কেউ প্রশ্ন করলে উত্তর দেন খোলা মনে।  বাঁকুড়ার দোলতলার বাসিন্দা, অবিবাহিত হৃদয় রঞ্জন কর্মকার জানিয়েছেন, তিনি কোনও কাজ করেন না। জানো তার পুরো জীবনটা কাটছে এই সাইকেলটিকে আঁকড়ে ধরে।
advertisement
advertisement
এলাকায় রয়েছে তাঁর পরিচিতি। হঠাৎ হঠাৎ গেয়ে ফেলেন গান! সেই গান শুনে মুগ্ধ এবং হতচকিত বাঁকুড়া। কী নেই সেই গানে? এলন মাস্ক থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। এক সূত্রে গাঁথা সকলেই। হৃদয় রঞ্জন কর্মকার বলেন, “বিগত তিন বছর ধরে সাইকেল সাজিয়ে রেখেছি। প্রতিদিন চালাই আমার সাইকেল। আমি মানুষকে সত্যযুগ দেখাতে চাই।” শীত, গ্রীষ্ম, বর্ষা কোনও কিছুই তাঁকে আটকে রাখতে পারেনা। হাসিমুখ আর বুক ভরা আনন্দ নিয়ে তিনি বেরিয়ে পড়েন প্রতিদিন। তাঁর যা যা স্বপ্ন রয়েছে তা আদৌ সত্যি হবে কিনা সেটা বড় কথা নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: একটা সাইকেলে শতাধিক আলো, ঝলমল! সঞ্জয় দত্তকে ইমপ্রেস করতে এ কী করলেন বাঁকুড়ার এই ব্যক্তি?
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement