অশোকনগরের পরে এবার বাংলার 'কোন' জায়গায়...? তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার! চমকে দেবে নাম!

Last Updated:

Oil And Natural Gas: উত্তর ২৪ পরগনার অশোকনগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। এখানেও কি রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার? এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) বেগমপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নিচ্ছে।

চলছে খননের কাজ 
চলছে খননের কাজ 
দক্ষিণ ২৪ পরগনা: বড় খবর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের পরে এবার বারুইপুরে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার মিলবে। এই কাজের জন্য তিন বছর ধরে পরীক্ষামূলুক খনন কাজ শুরু করতে চলেছে ও এন জি সি। ইতিমধ্যেই ওই জায়গায় মেশিন যাওযার জন্য রাস্তার কাজ জোরকদমে শুরু হয়েছে।
পাশাপাশি, অফিসারদের থাকার রুম, কনফারেন্স রুম সবই নির্মাণ চলছে। এই প্রসঙ্গে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, ১ হাজার একরের বেশি জমিতে ও এন জি সি এই কাজ করবে। প্রাথমিক ভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে। কর্মসংস্থানের পথ খুলতে পারে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। রাস্তা থেকে প্রায় ১ কিলোমিটার ভিতরে মাঠে এর কাজ হচ্ছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা ২ লক্ষ টাকা করে পাবেন। রিক মেশিন (খননকারী মেশিন)ঢোকার জন্য রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। ও এন জি সি সূত্রে জানা গিয়েছে, যে কোনোও দিন এই মেশিন ঢুকলেই খননকাজ শুরু হয়ে যাবে।
advertisement
স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান রিয়া বর্মন বলেন, ও এন জি সি কর্তারা ১০০ শতাংশ আশাবাদী এখানে খনন চালিয়ে মিলবে প্রাকৃতিক গ্যাস ও তেল। এলাকার মানুষজন এই কাজের দিকে তাকিয়ে আছেন। কারণ, অর্থনৈতিক উন্নতি ঘটবে গোটা পঞ্চায়েত এলাকার। এই কাজে এলাকার মানুষজনও খুশি। অনেকেই বলেন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস যদি পাওয়া যায় তবে এলাকার উন্নতি সাধন হবে।
advertisement
প্রসঙ্গত, এই বেগমপুর পঞ্চায়েত এলাকার প্রায় বেশিরভাগ মানুষজন বাজি শিল্পের উপরে নির্ভরশীল। নানা আতসবাজি বানিয়েই তাঁদের সংসার চলে। কিন্তু তিন বছর খনন কাজের পরে যদি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে বিকল্প কর্মসংস্থানের দরজা খুলতে পারে তাঁদের।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অশোকনগরের পরে এবার বাংলার 'কোন' জায়গায়...? তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার! চমকে দেবে নাম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement