Offbeat: ১ পয়সাও ভিজিট নেন না! ৪৬ বছর ধরে বিনামূল্যে রোগী পরিষেবা দিচ্ছেন এই ডাক্তার, চেনেন তাঁকে?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: দরিদ্র ও অসহায় মানুষদের আশা-ভরসা পুরুলিয়ার বিনে পয়সার মন্টু ডাক্তার। জঙ্গলমহল পুরুলিয়াতে রয়েছেন এমনই এক বিনেপয়সার ডাক্তার। যিনি নিজের জীবনের ৪৬ বছর ধরে বিনামূল্যে রোগী দেখছেন।
পুরুলিয়া: সমাজের অন্যতম স্তম্ভ হলেন চিকিৎসকেরা। মানব জীবনে চিকিৎসকের ভূমিকা অপরিসীম। নিরলস রোগী পরিষেবা দিয়ে থাকেন তাঁরা। কেউ কেউ সেবাকেই বানিয়ে ফেলেন জীবনের ব্রত। জঙ্গলমহল পুরুলিয়াতে রয়েছেন এমনই এক বিনেপয়সার ডাক্তার। যিনি নিজের জীবনের ৪৬ বছর ধরে বিনামূল্যে রোগী দেখছেন।
পুরুলিয়ার বলরামপুর বাজারে রয়েছে হোমিওপ্যাথি ড.পরিমল পাল তথা মন্টু পালের চেম্বার। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত পর্যন্ত খোলা থাকে তাঁর চেম্বার। প্রতিদিন বহু মানুষ ভিড় করেন তাঁর চেম্বারে। অনেকেই সদ্যোজাত শিশুদের নিয়ে যান তার কাছে।
কোনওরকম ডাক্তার ভিজিট ছাড়া তিনি রোগী দেখেন শুধু নামমাত্র ওষুধের দামটুকু নিয়ে থাকেন তিনি। বলরামপুরের বহু দরিদ্র অসহায় মানুষের ভরসা তিনি। এ বিষয়ে ডঃ পরিমল পাল বলেন, ৪৬টা বছর থেকে তিনি এই ভাবেই রোগী পরিষেবা দিচ্ছেন। তাঁর বাবাও বিনামূল্যে রোগী দেখতেন। ১০৫ বছর যাবত এই চেম্বার রয়েছে বলরামপুরে। তিনি তাঁর বাবাকে কথা দিয়েছিলেন কখনও কোনও রোগীর কাছ থেকে ভিজিট নেবেন না আজও সেই কথা পালন করে চলেছেন তিনি। সমাজের বুকে তাঁর নাম যাতে থেকে যায় সেই কারণেই এই কাজ করে চলেছেন তিনি।
advertisement
advertisement
এ বিষয়ে ওই চেম্বারে আসা রোগীরা বলেন, তাঁরা দীর্ঘদিন যাবত এই চেম্বারে আসছেন। ডক্টর পরিমল পালের চিকিৎসা খুবই ভাল। এমনকি বাড়ির ছোট ছোট শিশুদের নিয়ে ওঁকে দেখাতে আসেন সবাই। দ্রুত রোগ নিরাময় হয় ওঁর ওষুধে। রোগীদের কাছ থেকে কোনওরকম পয়সা নেন না বলে অনেকটাই উপকার হয় তাদের।
বর্তমান দ্রব্যমূল্যের বাজারে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে ৪৬ বছর ধরে বিনামূল্যে রোগী পরিষেবা দিয়ে চলেছেন বলরামপুরের হোমিওপ্যাথি ডাক্তার পরিমল পাল। বাবার দেখানো পথ ধরে তিনি এগিয়ে চলেছেন। একইভাবে নিজের ছেলে শান্তনু পাল কেও সেই দিকেই এগিয়ে যেতে সহযোগিতা করছেন তিনি। তার এই কর্মকাণ্ডে গর্বিত গোটা পুরুলিয়া জেলা।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 8:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat: ১ পয়সাও ভিজিট নেন না! ৪৬ বছর ধরে বিনামূল্যে রোগী পরিষেবা দিচ্ছেন এই ডাক্তার, চেনেন তাঁকে?