North Bengal News: বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দফতরের অভিযান
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
North Bengal News: শুক্রবার ভোর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বিহারের কিষাণগঞ্জ ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শুক্রবার ভোর থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বিহারের কিষাণগঞ্জ ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ব্যবসায়ী রাজকরণ দফতরীর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। জানা গিয়েছে, একযোগে কিষাণগঞ্জের নেমচাদ রোড, ভাগত তলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠানে হানা দেয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
advertisement
অভিযান থেকে বাদ যায়নি শিলিগুড়িও। শহরের খালপাড়ার নেহেরু রোডে অবস্থিত ওই ব্যবসায়ীর আবাসনে অভিযান শুরু হয়। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে করে আয়কর দফতরের আধিকারিকরা কিষাণগঞ্জ ও শিলিগুড়িতে পৌঁছন। অভিযানে রয়েছে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীও।
advertisement
সংশ্লিষ্ট ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু কিষাণগঞ্জ বা শিলিগুড়ি নয়—একইসময়ে ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ এমনকি গুজরাটের সুরাটেও সমান্তরাল অভিযান চলছে।
ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর। তবে ব্যবসায়ীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া মেলেনি। বড়সড় এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Bengal News: বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দফতরের অভিযান


