Kolkata Metro: বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল আদালত! চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Kolkata Metro: চিংড়িঘাটার মেট্রো নির্মানের জট কাটাতে বৈঠকের নির্দেশ৷ এবার দিনক্ষণও বেঁধে দিল কলকাতা হাইকোর্ট৷

বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল আদালত! চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে বড় নির্দেশ হাইকোর্টের
বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল আদালত! চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা: চিংড়িঘাটার মেট্রো নির্মানের জট কাটাতে বৈঠকের নির্দেশ৷ এবার দিনক্ষণও বেঁধে দিল কলকাতা হাইকোর্ট৷ বুধবার মেট্রো ভবনে বিকেল ৫ টায় বৈঠক হবে। শুক্রবার আদালত জানিয়েছে, রাজ্য, মেট্রো ও মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষ উপস্থিত থাকবে বলেই জানা গিয়েছে৷ বৈঠকের রিপোর্ট পেশ করারও নির্দেশ দিল আদালত৷
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন। জনস্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’’ মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।
advertisement
advertisement
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত মামলা চলছে৷ বৃহস্পতিবারই আদালত নির্দেশ দিয়েছিল ই-এম বাইপাসের চিংড়িঘাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে তিনটি স্তম্ভ নির্মাণের জট কাটাতে দ্রুত বৈঠক করতে হবে৷ শুক্রবার চিংড়াঘাটার জট কাটাতে বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল আদালত! চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে বড় নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement