একজোটে আমেরিকা, চিন, রাশিয়া, ভারত, জাপান? ‘পঞ্চশক্তি’ নিয়ে নতুন গ্রুপের পরিকল্পনা ট্রাম্পের? নতুন রিপোর্টে হইচই বিশ্বে

Last Updated:
ইউরোপ-প্রভাবিত জি-৭-কে টেক্কা দিতেই নাকি বিশ্বের প্রথম সারীর পাঁচ শক্তিধর রাষ্ট্রকে নিয়ে একটি নতুন শক্তিশালী গ্রুপ তৈরির পরিকল্পনা ট্রাম্পের৷
1/7
আমেরিকা, চিন, রাশিয়া, ভারত এবং জাপান৷ বিশ্বের পাঁচ শক্তিধর দেশ মেলাবে হাত? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বিশ্বের পাঁচ শক্তিধর দেশকে নিয়ে ‘কোর-৫ (Core-5) বা C-5’ গড়ে তোলার পরিকল্পনা করছেন৷
আমেরিকা, চিন, রাশিয়া, ভারত এবং জাপান৷ বিশ্বের পাঁচ শক্তিধর দেশ মেলাবে হাত? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বিশ্বের পাঁচ শক্তিধর দেশকে নিয়ে ‘কোর-৫ (Core-5) বা C-5’ গড়ে তোলার পরিকল্পনা করছেন৷
advertisement
2/7
ইউরোপ-প্রভাবিত জি-৭-কে টেক্কা দিতেই নাকি বিশ্বের প্রথম সারীর পাঁচ শক্তিধর রাষ্ট্রকে নিয়ে একটি নতুন শক্তিশালী গ্রুপ তৈরির পরিকল্পনা ট্রাম্পের৷ যদিও পুরোটাই এখনও পরিকল্পনার স্তরে৷ আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনই রিপোর্ট৷
ইউরোপ-প্রভাবিত জি-৭-কে টেক্কা দিতেই নাকি বিশ্বের প্রথম সারীর পাঁচ শক্তিধর রাষ্ট্রকে নিয়ে একটি নতুন শক্তিশালী গ্রুপ তৈরির পরিকল্পনা ট্রাম্পের৷ যদিও পুরোটাই এখনও পরিকল্পনার স্তরে৷ আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনই রিপোর্ট৷
advertisement
3/7
এ বিষয়ে এখনও কোনও দেশের পক্ষ থেকেই কোনও রকমের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি৷ তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউরোপ-প্রভাবিত জি৭ এবং অন্যান্য প্রচলিত গণতন্ত্র ও অর্থনৈতিক-ক্ষমতাভিত্তিক গোষ্ঠীগুলির থেকে আলাদা পাঁচ শক্তিধর রাষ্ট্র নিয়ে একটি নতুন গ্রুপের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের৷
এ বিষয়ে এখনও কোনও দেশের পক্ষ থেকেই কোনও রকমের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি৷ তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউরোপ-প্রভাবিত জি৭ এবং অন্যান্য প্রচলিত গণতন্ত্র ও অর্থনৈতিক-ক্ষমতাভিত্তিক গোষ্ঠীগুলির থেকে আলাদা পাঁচ শক্তিধর রাষ্ট্র নিয়ে একটি নতুন গ্রুপের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের৷
advertisement
4/7
নতুন এই শক্তিশালী-রাষ্ট্রভিত্তিক গোষ্ঠীর ধারণাটি জাতীয় নিরাপত্তা কৌশলের একটি দীর্ঘতর, অপ্রকাশিত সংস্করণে উঠে এসেছিল, যা হোয়াইট হাউস গত সপ্তাহে প্রকাশ করেছে। এমনই জানা গিয়েছে নতুন রিপোর্টে৷
নতুন এই শক্তিশালী-রাষ্ট্রভিত্তিক গোষ্ঠীর ধারণাটি জাতীয় নিরাপত্তা কৌশলের একটি দীর্ঘতর, অপ্রকাশিত সংস্করণে উঠে এসেছিল, যা হোয়াইট হাউস গত সপ্তাহে প্রকাশ করেছে। এমনই জানা গিয়েছে নতুন রিপোর্টে৷
advertisement
5/7
রিপোর্টে আরও প্রকাশ, কোর ফাইভ
রিপোর্টে আরও প্রকাশ, কোর ফাইভ" বা সি৫-এর প্রস্তাবিত সদস্যগুলি—আমেরিকা, চিন, রাশিয়া, ভারত এবং জাপান—সব কয়েকটি দেশেরই জনসংখ্যা ১০ কোটিরও বেশি৷ এটি জি৭-এর মতোই নিয়মিত বৈঠক করবে এবং নির্দিষ্ট বিষয়ক সম্মেলনে অংশ নেবে।
advertisement
6/7
সি৫-এর প্রস্তাবিত আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমেই আসতে চলেছে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, বিশেষ করে ইসরায়েল-সৌদি আরব সম্পর্কের স্বাভাবিকীকরণ। কিন্তু বর্তমান আর্ন্তজাতিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এই গ্রুপ স্থাপন কি সত্যিই সম্ভব? আদৌ এক টেবিলে আসবে এই পাঁচ দেশ?
সি৫-এর প্রস্তাবিত আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমেই আসতে চলেছে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, বিশেষ করে ইসরায়েল-সৌদি আরব সম্পর্কের স্বাভাবিকীকরণ। কিন্তু বর্তমান আর্ন্তজাতিক রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এই গ্রুপ স্থাপন কি সত্যিই সম্ভব? আদৌ এক টেবিলে আসবে এই পাঁচ দেশ?
advertisement
7/7
প্রশ্নচিহ্ন এখনও রয়েছে৷ এখনও তত্ত্ব পর্যায়ে থাকলেও এই ধারণা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশ্বের রাজনৈতিক মহল৷ বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় বন্ধুদের উপর দীর্ঘদিনের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বদলে এশিয়রৈ উদীয়মান শক্তিধর দেশ, রাশিয়ার মতো শক্তিশালী দেশের প্রতি ঝুঁকতে চাইছে আমেরিকা৷
প্রশ্নচিহ্ন এখনও রয়েছে৷ এখনও তত্ত্ব পর্যায়ে থাকলেও এই ধারণা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশ্বের রাজনৈতিক মহল৷ বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় বন্ধুদের উপর দীর্ঘদিনের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বদলে এশিয়রৈ উদীয়মান শক্তিধর দেশ, রাশিয়ার মতো শক্তিশালী দেশের প্রতি ঝুঁকতে চাইছে আমেরিকা৷
advertisement
advertisement
advertisement