কলকাতার পাশেই পর্যটনে নতুন দিশা...! মিলবে ইতিহাস, আধ্যাত্মিকতার স্বাদ, বিরাট পরিকল্পনা পুরসভার
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
ইতিহাস ও আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে পর্যটনে নতুন দিশা কলকাতার ঠিক কাছেই। পুরসভা নিচ্ছে বড় উদ্যোগ। খুশি সাধারণ মানুষেরাও।
হালিশহর: ইতিহাস ও আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে পর্যটনে নতুন দিশা হালিশহরে! আগে যার নাম ছিল (হাবেলিশহর)। কথিত আছে হুগলি নদীর গতি পরিবর্তন হয়েই তৈরি হয় হাভেলি শহর যা বর্তমানে হালিশহর নামে পরিচিত।
এই হালিশহরকে এবার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে হালিশহর পুরসভা। মূলত স্থানীয় মানুষ তথা এই ভ্রমণপিপাসুদের কাছে হালিশহর পৌরসভার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ইতিহাস ও তার গুরুত্ব তুলে ধরতে এবং এই শহরে ইতিহাস ঐতিহ্যকে পর্যটকদের কাছে তুলে ধরতে পর্যটনে হালিশহর নামে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা। ধীরে ধীরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে হালিশহর এবং পশ্চিমবঙ্গের পরিষ্কারতম শহরগুলির মধ্যে অন্যতম হল হালিশহর।
advertisement
advertisement
ইতিহাস ও আধ্যাত্মিক স্মৃতি বিজড়িত এই হালিশহরে রয়েছে একাধিক ধর্মীয় পীঠস্থান। রয়েছে সাধক রামপ্রসাদ সেনের ভিটে, আজও সমান ভাবেই দূরদূরান্ত থেকে আগত পুন্যার্থীদের দর্শনের প্রধান জায়গা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ভিনদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হালিশহর পৌরসভার সংগ্রহশালা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তর ২৪ পরগনার প্রাচীন শহর হালিশহরের এই স্মৃতি নিয়ে বলতে গিয়েই হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন বলেন মানুষ যদি বাইরে থেকে আসে, তাহলে তারা এসেও দেখতে পারবে শহরটি পর্যটনে হালিশহর কীভাবে এগিয়ে চলছে। বর্তমানে পুরসভার পুরবোর্ড ও বাংলার পর্যটন মানচিত্রে হালিশহরকে তুলে ধরতে বদ্ধপরিকর। এবার দেখার কতদিনে এই নতুন রূপে সাজিয়ে তুলতে পারে হালিশহরের পর্যটনকে।
advertisement
শুভজিৎ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতার পাশেই পর্যটনে নতুন দিশা...! মিলবে ইতিহাস, আধ্যাত্মিকতার স্বাদ, বিরাট পরিকল্পনা পুরসভার