শ্রাবণের দ্বিতীয় সোমে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গাস্নানে তলিয়ে গেলেন দম্পতি, নিখোঁজ স্বামী

Last Updated:

পানিহাটি বারো মন্দির ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন দম্পতি, স্ত্রীকে বাঁচান গেলেও নিখোঁজ শিক্ষক স্বামী। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুণ্যস্নানের উদ্দেশ্যে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

তলিয়ে গেলেন দম্পতি, স্ত্রীকে বাঁচানো গেলেও নিখোঁজ শিক্ষক স্বামী
তলিয়ে গেলেন দম্পতি, স্ত্রীকে বাঁচানো গেলেও নিখোঁজ শিক্ষক স্বামী
পানিহাটি: পানিহাটি বারো মন্দির ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন দম্পতি, স্ত্রীকে বাঁচান গেলেও নিখোঁজ শিক্ষক স্বামী। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুণ্যস্নানের উদ্দেশ্যে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। উত্তর ২৪ পরগনার পানিহাটির ১৮ নম্বর ওয়ার্ডের নাটাগড় ঘোষপাড়া অঞ্চলের বাসিন্দা, ৩৮ বছর বয়সী অলকেশ ঘোষ ও তাঁর স্ত্রী অর্পিতা ঘোষ এদিন সকাল পানিহাটির বারো মন্দির ঘাটে স্নান করতে যান।
জানা গিয়েছে, স্নানের সময় ডুব দিতে গিয়ে হঠাৎই প্রবল স্রোতের টানে জলে ভেসে যান দু’জনে। ঘাটে উপস্থিত অন্যান্য স্নানার্থীরা দ্রুত ছুটে এসে পাশের ঘাট থেকে অর্পিতা ঘোষকে উদ্ধার করতে সক্ষম হলেও অলকেশ ঘোষ জলের অতলেই তলিয়ে যান। পানিহাটি ঘাটে উপস্থিত বাকি পুণ্যার্থী ও স্নানার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে এবং দীর্ঘক্ষণ পুণ্যার্থীদের স্নান বন্ধ থাকে।
advertisement
advertisement
নিম্নচাপজনিত টানা বৃষ্টির ফলে গঙ্গায় জলস্তর এবং স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ডুবুরি দল উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যায় পড়ছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর ২৪ পরগনার খড়দহ থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, অলকেশ ঘোষ পেশায় পানিহাটি রামকৃষ্ণ বিদ্যামন্দিরের একজন শিক্ষক। শ্রাবণের সোমবারের স্নান পরিণত হল চরম শোকে। শিক্ষকের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বারো মন্দির ঘাটে একটি অংশ ভাঙা থাকায় একাধিক অভিযোগ স্থানীয় বসবাসকারী এবং স্নানার্থীদের। অভিযোগ, অংশটি ভাঙা থাকার কারণের এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
শুভজিৎ সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্রাবণের দ্বিতীয় সোমে মর্মান্তিক দুর্ঘটনা, গঙ্গাস্নানে তলিয়ে গেলেন দম্পতি, নিখোঁজ স্বামী
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement