টোটোকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! চারচাকা গাড়ির সঙ্গে যা ঘটল টাকি রোডে, জানুন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
একের পর এক দুর্ঘটনায় বারবার আলোচনায় আজকের দেখা যায় টাকি রোডকে। আরে পুজোর সময়েও দুর্ঘটনা এড়াতে পাড়ল না টাকি রোড।
কদম্বগাছি, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: একের পর এক দুর্ঘটনায় বারবার আলোচনায় আজকের দেখা যায় টাকি রোডকে। আরে পুজোর সময়েও দুর্ঘটনা এড়াতে পাড়ল না টাকি রোড। এবার একটি টোটোকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চারচাকা গাড়ি। যে ঘটনায় আহত হন গাড়ির চালক সহ মোট ১০ জন। আহত ব্যক্তিদের বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
টাকি রোডে নতুন করে এমন দুর্ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি এলাকায়। নতুন করে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কেননা এই দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বাইক আরোহীও।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দশমীর সকাল থেকেই খেলা শুরু! কী হবে দক্ষিণবঙ্গে? এল আবহাওয়ার মেগা আপডেট
advertisement
advertisement
ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় টাকি রোডের পূর্বে ইছাপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। ঠিক সেই সময় ছোট একটি রাস্তা থেকে যাত্রী বোঝায় একটি টোটো টাকি রোডে উঠতে গেলে আচমকা চারচাকা গাড়ি চালক বিষয়টি দেখতে পান। তখন তিনি ওই টোটোটিকে বাঁচানোর চেষ্টা করলে চারচাকা গাড়িটি উল্টে যায়।
advertisement
অন্যদিকে ঘটনার সময় বসিরহাটের দিক থেকে বারাসাতের দিকে আসা ওই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইকের সঙ্গে ধাক্কা মারে। এরপর আবার গাড়িটি দোকানের মধ্যে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 02, 2025 10:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টোটোকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! চারচাকা গাড়ির সঙ্গে যা ঘটল টাকি রোডে, জানুন