Durga Puja 2025: দুবাইয়ের রাজবাড়ি, কাঁচের উপর হেঁটে মণ্ডপে প্রবেশ! থিমের ছড়াছড়ির মাঝে খড়গপুরে 'এই' ৪ পুজো না দেখলে বড্ড মিস করবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
শহর থেকে শহরতলী এলাকার মণ্ডপগুলিতেও রাত পর্যন্ত ব্যাপক ভিড় দর্শনার্থীদের। সারাদিন প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া হইহুল্লোড়ে মেতে রয়েছে আপামর বাঙালি।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এক অন্যতম উৎসব দুর্গাপুজো। এই পুজোকে ঘিরে থাকে নানা উন্মাদনা। পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুর পরিচিত মিনি ইন্ডিয়া হিসেবে। এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস। সারা বছর ধরে সারা ভারতের বিভিন্ন উৎসব পালিত হয় ছোট্ট এই রেল শহরে। অন্যান্য পুজো অনুষ্ঠানের পাশাপাশি দুর্গা পুজোতেও বেশ জাঁকজমক সহকারে পালন করা হয় রেল শহর খড়্গপুরে। বেশ কয়েক লক্ষ টাকা বাজেটে রেল শহরের একাধিক পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। এক টুকরো দুবাই থেকে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে মণ্ডপ, এমনকি রাজবাড়ির আদলকে ফুটিয়ে তোলা হয়েছে একাধিক পুজো। পঞ্চমীর বিকেল থেকে আবহাওয়া উন্নতি থাকায় বেশ ভাল ভিড় জমেছে মণ্ডপে।
খড়গপুর শহরের এক প্রান্তে প্রেমবাজার। খড়্গপুরের সেরা মণ্ডপের তালিকায় রয়েছে প্রেম বাজারের এই পুজো প্যান্ডেল। এবারে এক টুকরো দুবাই শহরকে থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। ছোট্ট পরিসরে দুবাইয়ের একাধিক বিলাসবহুল ঘর থেকে দুবাইয়ের অ্যাম্বিয়েন্সকে তারা সাজিয়ে তুলেছেন। ষষ্ঠী, সপ্তমী এমনকি অষ্টমীর সকালেও বেশ ভাল ভিড় জমছে এই পুজো মণ্ডপে। শুধু তাই নয়, প্রতিমাতেও বিশেষ চমক রয়েছে প্রেম বাজারের এই পুজোর আয়োজনে।
advertisement
advertisement
রেল শহর খড়্গপুরের আইআইটি সংলগ্ন হিজলীর রবীন্দ্রপল্লী এলাকায় তরুণ সংঘের আয়োজিত ৬৭ তম বর্ষের দুর্গা পুজোতে এবারের থিম রাজবাড়ি। থিমের মধ্য দিয়ে তারা ফুটিয়ে তুলেছেন দুর্গা এবার রাজবাড়ির দেশে। মণ্ডপে প্রবেশ করার পথেও রয়েছে নানা চমক। কাঁচ বিছানো পথ দিয়ে পৌঁছে যেতে হবে মৃন্ময়ী প্রতিমার কাছে। রয়েছে ফটো তোলার জন্য এক দুর্দান্ত জায়গা। সম্পূর্ণ রাজবাড়ীর অন্দরমহলকে সাজিয়ে তোলা হয়েছে এখানে। এক একটি পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন হাজারও হাজারও দর্শনার্থী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইভাবে রেল শহর সংলগ্ন সাউথ সাইড এলাকায় পরিবেশবান্ধব উপকরণ যেমন বাঁশ, বেত দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপকে। প্রতিবছর একাধিক নিত্য নতুন থিমে প্রতিমা থেকে মণ্ডপ সাজিয়ে তুলে এই পুজো কমিটি। এবারেও বিশেষ চমক রয়েছে এই পুজোতে। সাবেকিয়ানায় প্রতিমাকে সাজিয়ে তুলেছেন তারা। ৪৭ তম বর্ষে আমরা সবাই ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবারে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি দুর্দান্তভাবে মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন।
advertisement
এছাড়াও খড়্গপুরের বেনাপুর এলাকায় মণ্ডপ থেকে প্রতিমাতে রয়েছে দারুণ চমক। হারিয়ে যাওয়া পুতুলকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। দুর্গা এবার এসেছেন পুতুলের দেশে, এমন আঙ্গিকেই সাজিয়ে তোলা হয়েছে বেনাপুরের এই মণ্ডপকে। স্বাভাবিকভাবে শহরের পুজো মণ্ডপদের পাশাপাশি শহরতলী এলাকার মণ্ডপ গুলিতেও রাত পর্যন্ত ব্যাপক ভিড় দর্শনার্থীদের। সারাদিন প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া হইহুল্লোড়ে মেতে রয়েছে আপামর বাঙালি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 01, 2025 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দুবাইয়ের রাজবাড়ি, কাঁচের উপর হেঁটে মণ্ডপে প্রবেশ! থিমের ছড়াছড়ির মাঝে খড়গপুরে 'এই' ৪ পুজো না দেখলে বড্ড মিস করবেন