হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাতের আঁধারে কে বা কারা পুকুরে মিশিয়ে দিল বিষ, ভেসে উঠল হাজার-হাজার মরা মাছ

North 24 Parganas News: রাতের আঁধারে কে বা কারা পুকুরে মিশিয়ে দিল বিষ, ভেসে উঠল হাজার-হাজার মরা মাছ

মরে গেছে পুকুরের মাছ

মরে গেছে পুকুরের মাছ

বিষের তীব্রতায় মাছের সঙ্গে সঙ্গে পুকুরের পোকামাকড়, সাপ, ব্যাঙও মরে যায়

  • Share this:

    বসিরহাট: রাতের আঁধারে কে বা কারা পুকুরে মিশিয়ে দিল বিষ। সকাল হতেই পুকুরে হাড়হিম করা দৃশ্য... মরে ভেসে রয়েছে শত শত মাছ।  প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হিঙ্গলগঞ্জ থানার আমবাড়িয়া গ্রামের এক মৎস্যব্যবসায়ীর।

    স্থানীয় সুত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আমবাড়িয়া গ্রামে এক বিঘা জমির উপর মালিক নিশিকান্ত জোয়াদার গত ছয় মাস ধরে রুই কাতলা, ভাঙ্গর, তেলাপিয়া-সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন। শনিবার সকালে তিনি দেখতে পান, পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। বিষের তীব্রতায় মাছের সঙ্গে সঙ্গে পুকুরের পোকামাকড় সাপ, ব্যাঙ পর্যন্ত-ও মরে যায়।

    যানা যায়, পুকুর থেকে প্রচুর মাছও দুষ্কৃতীরা ধরে নিয়ে গিয়েছে। রাতের অন্ধকারে কেউ বা কারা প্রতিহিংসাবশত পুকুরে বিষ দিয়ে দিয়েছে বলেই  মনে করছেন ওই মৎস্যজীবী। থানায় অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জুলফিকার মোল্যা

    First published:

    Tags: North 24 Parganas news