North 24 Parganas News: ১২ বিঘা জমির ধানের গাদায় আগুন, মুহূর্তে সব শেষ! সারা বছরের আয় হারিয়ে হতাশ চাষি, কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

North 24 Parganas News: রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে আকস্মিকভাবে লেলিহান আগুনের শিখায় আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভবানীপুরের পশ্চিম ভুরকুন্ডা এলাকায়। 

ধানের গাদায় আগুন নেভানোর চেষ্টায় গ্রামবাসী 
ধানের গাদায় আগুন নেভানোর চেষ্টায় গ্রামবাসী 
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: রাতের অন্ধকারে ১২ বিঘে জমির ধানের গাদায় ভয়াবহ আগুন, তীব্র চাঞ্চল্য হাসনাবাদে। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে আকস্মিকভাবে লেলিহান আগুনের শিখায় আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ভবানীপুরের পশ্চিম ভুরকুন্ডা এলাকায়। স্থানীয় বাসিন্দা আইয়ুব মোল্লা ও তার চার ভাইয়ের মোট ১২ বিঘে জমির ধান কেটে খামারে গাদা করে রাখা হয়েছিল। সেই ধানের গাদাতেই এদিন গভীর রাতে হঠাৎ রহস্যজনকভাবে আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝরাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে শুকনো ধানের গাদায় আগুন ছড়িয়ে পড়ে, প্রচণ্ড তাপ ও ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। গাদায় রাখা প্রায় সব ধান ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার উপরে পৌঁছেছে বলে অনুমান। ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতা নাকি এর পিছনে অন্য কোনও কারণে আগুন, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক অনুসন্ধান। স্থানীয়রা জানিয়েছেন, রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ প্রথম আগুনের আলো চোখে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন বড় আকার ধারণ করায় গ্রামবাসীরা ছুটে গিয়ে জল ঢালা ও নিকটবর্তী পাম্প থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে রাতভর অনেকেই ঘরছাড়া হয়ে মাঠের ধারে জড়ো হন। ক্ষতিগ্রস্ত পরিবার সম্পূর্ণ ভস্মীভূত ধানের গাদা দেখে ভেঙে পড়েছেন। পরিবারটির দাবি—এই আগুন কোনওভাবেই স্বাভাবিক নয়, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ১২ বিঘা জমির ধানের গাদায় আগুন, মুহূর্তে সব শেষ! সারা বছরের আয় হারিয়ে হতাশ চাষি, কারণ নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement