কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম! ছাব্বিশের ভোটের আগেই ফাঁস 'বাংলাদেশি'র কীর্তি

Last Updated:

কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি এলাকায় আসেন জলিল মোল্লা নামের ওই ব্যক্তি

ভোটার লিস্টে বাংলাদেশি ব্যক্তির নাম! প্রতীকী ছবি
ভোটার লিস্টে বাংলাদেশি ব্যক্তির নাম! প্রতীকী ছবি
সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম বাংলাদেশি ব্যক্তির! সন্দেশখালি বেড়মজুর গ্রাম পঞ্চায়েতে ১৪৯ নম্বর বুথের ভোটার লিস্টে কীভাবে জলিল মোল্লা নাম তুলেছেন কাকা শ্বশুর জানেন না। তাঁর অল্প জমি, দুই ছেলে। আবার জলিল মোল্লা বাবা সাজিয়েছে জমি হাতানোর জন্য, সব মিলিয়ে আতঙ্কে ইসমাইল মোল্লা।
সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেড়মজুর এলাকার দারোয়ানখালি পাড়ার ১৪৯ নম্বর বুথে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন জলিল মোল্লা নামে এক বাংলাদেশি। কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি এলাকায় আসেন তিনি। প্রথমে ওই এলাকায় এসে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের ছত্রছায়ায় থাকেন।
আরও পড়ুনঃ বুলা চৌধুরীর পর নাট্যশিল্পীর বাড়িতে চুরি! টাকা-গয়না গায়েব, এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
স্থানীয় বাসিন্দাদের দাবি, শেখ সিরাজউদ্দিনের হয়ে এলাকায় ডাকাতি, বোমাবাজি সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজকর্ম করে বেরাতেন জলিল। এরপর ওই এলাকাতেই বিয়ে করেন। কাকা শ্বশুর ইসমাইল মোল্লাকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় নথিপত্রও তৈরি করে ফেলেন।
advertisement
advertisement
ওই বুথের বুথ লেভেল অফিসার মিনতি দাসের অভিযোগ, সন্দেশখালির বহিষ্কৃত, গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বুথ লেভেল অফিসারকে ভয় দেখিয়ে, চাপ দিয়ে, জোর করে এই বাংলাদেশির নাম ভোটার তালিকায় তুলতে বাধ্য করেন।
আরও পড়ুনঃ মাঠের মধ্যে রেফারিকে লাথির প্রতিবাদ! ফুটবল টুর্নামেন্টের খেলা বয়কট করে ধিক্কার মিছিল অ্যাসোসিয়েশনের
শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন ওরফে ডাক্তার ভাই এই কাজ করেছেন সেটা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি জলিল মোল্লার ‘পাতানো বাবা’ ইসমাইল মোল্লা। রীতিমতো বাড়ি তৈরি করে এলাকায় জেঁকে বসেছেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা এই ব্যক্তি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম! ছাব্বিশের ভোটের আগেই ফাঁস 'বাংলাদেশি'র কীর্তি
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement