বুলা চৌধুরীর পর নাট্যশিল্পীর বাড়িতে চুরি! টাকা-গয়না গায়েব, এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গয়না, টাকা, মূল্যবান জিনিস নিয়ে যায়

কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি। প্রতীকী ছবি। ছবি সৌজন্যেঃ এআই
কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি। প্রতীকী ছবি। ছবি সৌজন্যেঃ এআই
হিন্দমোটর, হুগলি, সোমনাথ ঘোষঃ হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্যশিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকায় বার বার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!
কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত। তাঁর মেজো ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপবাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাইয়ের স্ত্রী। তাঁর বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গয়না, টাকা, মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধ্যায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান।সোমবার সন্ধ্যার পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে আসে।
advertisement
আরও পড়ুনঃ মাঠের মধ্যে রেফারিকে লাথির প্রতিবাদ! ফুটবল টুর্নামেন্টের খেলা বয়কট করে ধিক্কার মিছিল অ্যাসোসিয়েশনের
নাট্যশিল্পী বলেন, ঘরে যেভাবে ঢুকেছে, আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে, কোথায় কী জিনিস থাকে সেটা জানত দুষ্কৃতী। তাই মনে হয় কোনও পরিচিত কারও কাজ। অচেনা কেউ এটা করতে পারে না। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনই এই চুরিরও কিনারা করবে আশা করব।
advertisement
advertisement
এই ঘটনার পর প্রতিবেশী অর্নব দাস বলেন, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। উত্তরপাড়ায় হচ্ছে কী! বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না।
আরও পড়ুনঃ বাংলা ভাষার অবমাননার অভিযোগ! ৭ দিনের মধ্যে…! সময় বেঁধে কড়া হুঁশিয়ারি পুরসভার
ওই ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর বিশ্বনাথ চক্রবর্তী বলেন, পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারও কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত এক বছরে কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভাল। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। টহল বাড়াতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বুলা চৌধুরীর পর নাট্যশিল্পীর বাড়িতে চুরি! টাকা-গয়না গায়েব, এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement