North 24 Parganas News: মানুষের সঙ্গে আড্ডা, ছিপ ফেলে মাছ ধরা! স্বরূপনগরে অন্য মেজাজে দিলীপ ঘোষ

Last Updated:

North 24 Parganas News: স্থানীয়দের সঙ্গে কথাবার্তা, এলাকা পরিদর্শন, সমস্যা-সংকটের খোঁজ, সব মিলিয়ে তাঁর উপস্থিতিতে প্রাণ ফিরে পায় এলাকাটি।

+
মাছ

মাছ ধরছেন দীলিপ ঘোষ

স্বরূপনগর, জুলফিকার মোল্যা: স্বরূপনগরের তেঁতুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়া বাওড়ে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেদিয়া বাজারে তিনি প্রথমে এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে চা -চক্রে যোগ দেন। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা, এলাকা পরিদর্শন, সমস্যা-সংকটের খোঁজ, সব মিলিয়ে তাঁর উপস্থিতিতে প্রাণ ফিরে পায় এলাকাটি।
চায়ের আড্ডা শেষে তিনি চলে যান কাছের মেদিয়া বাওড়ে, যেখানে আগে থেকেই মাছের জন্য চার করা ছিল। সেখানে স্বচ্ছন্দ ভঙ্গিতে ছিপ ফেলেন দিলীপবাবু। যেখানে দীর্ঘদিন এলাকার বহু মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উঠে এল সামাজিক চিত্রও। এদিন সেখানে বেশ কিছুক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করার পাশাপাশি তিনি গ্রামের কয়েকজন জেলে ও প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন।
advertisement
advertisement
উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়! অনেকে মোবাইল ক্যামেরায় মুহূর্তগুলি ধরে রাখেন। স্থানীয় যুবকেরাও নেতাকে ঘিরে নানা প্রশ্ন করেন , তিনি সেগুলোর জবাবও দেন হাসিমুখে। দিলীপ ঘোষ বলেন, মানুষের জীবনের সঙ্গে প্রকৃতি , জলাশয় আর এমন সরল আনন্দের গভীর সম্পর্ক আছে, সেটা কাছ থেকে অনুভব করতেই আজকের এই সফর।
advertisement
তার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি গ্রামবাসীর মন জয় করেছে বলে দাবি অনেকের। রাজনৈতিক কর্মসূচির মাঝেও নেতার এমন জনমুখী আচরণ এলাকায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মানুষের সঙ্গে আড্ডা, ছিপ ফেলে মাছ ধরা! স্বরূপনগরে অন্য মেজাজে দিলীপ ঘোষ
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement