North 24 Parganas: বাঁধানো নেই পুকুর পাড়, অকালে নাবালকের মর্মান্তিক পরিণতি! পৌরমাতার 'দোষে' কি তবে এমন ঘটনা!
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
রবিবার দুপুর থেকে নিখোঁজ ছেলে। সোমবার ভোররাতে পুকুরে ভেসে উঠল দেহ।
বারাসাত, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলমঃ রবিবার নিখোঁজ হওয়া এক বালকের দেহ উদ্ধার হল সোমবার। ভোররাতে পুকুর মিলল দেহ। বারাসাত হৃদয়পুর সংলগ্ন শিবতলা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে বালকের দেহ।
জানা যাচ্ছে, বারাসাত ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাস নগর মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি নিহত নাবালকের। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর ১১টা নাগাদ ওই বালককে পুকুরের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ সে। ছেলের খোঁজ না পেয়ে বারাসাত থানার দারস্থ হয় পরিবার। নিখোঁজের অভিযোগ জানান তাঁরা। বারাসাত থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে, পুকুরের পাশ দিয়ে ওই বালক ঘোরাফেরা করছিল।
advertisement
আরও পড়ুনঃ সেকি কাণ্ড! ভোরবেলা কাঠ কুড়াতে গিয়ে… বেলা গড়াতেই পুকুরে ভেসে উঠল মহিলার দেহ! রহস্য
এমনকি ওই বালকের জুতো পুকুরেই পাওয়া গিয়েছে। তারপরই তদন্তে নামে বারাসাত থানার পুলিশ। সারাদিন খোঁজাখুঁজির পর সোমবার ভোররাতে হঠাৎই ওই বালকের দেহ পুকুরে ভেসে ওঠে। স্থানীয়রা আরও অভিযোগ, তোলেন, ৩১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা ঘোষকে দীর্ঘদিন ধরে তারা বলে এসেছেন ওই পুকুর সংস্করণ করার জন্য। কিন্তু তাদের কথায় কোনরকম কর্ণপাত করেননি ওয়ার্ডের শুক্লা ঘোষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতে বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিলেন! তারপর যা হল মানসিক ভারসাম্যহীন মহিলার সঙ্গে… আঁতকে উঠল সকলে
দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। তারা জানান, যদি পৌরমাতা ওই পুকুরটির পাড় বাঁধিয়ে সংস্করণ করে দিতেন তাহলে অকালে এই শিশুটি প্রাণ হয়তো যেত না। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: বাঁধানো নেই পুকুর পাড়, অকালে নাবালকের মর্মান্তিক পরিণতি! পৌরমাতার 'দোষে' কি তবে এমন ঘটনা!