Durga Puja 2025: আড়াই লক্ষের প্রতিমা, দেখতে এখন থেকেই জমজমাট মণ্ডপ! আগে কখনও দেখেন নি বলছেন বাসিন্দারা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ধামাকাদার বিগ বাজেটের দুর্গোৎসব। কী সেই আয়োজন জানুন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগরের ঐতিহ্যবাহী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবছর পা দিল ৭৫ তম বর্ষে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ধামাকাদার বিগ বাজেটের দুর্গোৎসব। কলকাতার স্বনামধন্য প্রতিমা শিল্পী মোহন বাঁশি রুদ্র পালের হাতে গড়া আড়াই লক্ষ টাকার প্রতিমা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মণ্ডপে। আর সেই প্রতিমা ঘিরেই ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন, এমনকি আশপাশের এলাকা থেকেও আসছেন বহু দর্শনার্থী।
তবে এখনও মণ্ডপসজ্জার কাজ পুরোপুরি শেষ হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে দিনরাত মণ্ডপ তৈরির কাজ। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়াতে ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন এই পুজোর। সেই কারণে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে মরিয়া উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৫ তম বর্ষকে কেন্দ্র করেই গোটা পরিকল্পনা সাজানো হয়েছে। চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে সম্পর্কের বেড়াজালকেই শিল্পীর সৃষ্টিতে রূপ দেওয়া হচ্ছে থিমের মাধ্যমে।
advertisement
আরও পড়ুন: রাজ্যের জনপ্রিয় হাট, ‘এই’ জিনিসটি ছাড়া বিক্রি হয় না অন্যকিছু! কিনতে লাইন দেন ক্রেতারা, জানুন কী
advertisement
পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ৭৫ বছর ঘিরে তাদের আগে থেকেই বিশেষ পরিকল্পনা ছিল। সেই মতো কলকাতার কুমোরটুলীর স্বনামধন্য প্রতিমা শিল্পী তৈরি প্রতিমা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার এই মণ্ডপ সজ্জায়ও বিশেষ নজর দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতীতে কলকাতার প্রতিমা শিল্পীর তৈরি লক্ষাধিক টাকা মূল্যের প্রতিমা অশোকনগরের মতো মফস্বল শহরে আসার নজির খুব একটা নেই বলেও জানান স্থানীয়রা। সব মিলিয়ে, এবছরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব ইতিমধ্যেই অশোকনগর ও আশপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন শুধু অপেক্ষা উদ্বোধনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2025 8:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: আড়াই লক্ষের প্রতিমা, দেখতে এখন থেকেই জমজমাট মণ্ডপ! আগে কখনও দেখেন নি বলছেন বাসিন্দারা






