রাজ্যের জনপ্রিয় হাট, 'এই' জিনিসটি ছাড়া বিক্রি হয় না অন্যকিছু! কিনতে লাইন দেন ক্রেতারা, জানুন কী

Last Updated:

পশ্চিমবঙ্গের সব থেকে বড় এই জিনিসের হাট, যেখানে পাওয়া যায় না অন্য কিছু। এমন একটি জায়গা রয়েছে আমাদের রাজ্যেই।

+
হাট

হাট থেকে শোলা নিয়ে ফিরছেন মহিলারা

মন্দির বাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পশ্চিমবঙ্গের সব থেকে বড় শোলার হাটে শোলা ছাড়া আর পাওয়া যায় না অন্য কিছু। এই হাটে যে দিকেই তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন শোলার বিকিকিনি। এমন একটি জায়গা রয়েছে মন্দিরবাজারের পুকুরিয়াতে। এই মোকিমপুর হাট বা পুকুরিয়া হাটের নাম আছে রাজ্য জুড়েই। এখান থেকে শোলা যায় হাওড়া, হুগলি, শিলিগুড়ি থেকে রাজ্যের সর্বত্র। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আসাম, ত্রিপুরা, ওড়িশাতেও শোলা পাঠানো হয়। শোলা যায় দেশের বাইরেও।
সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে এই হাট বসে। স্থানীয় বাসিন্দারা শোলা শুকিয়ে এই হাটে নিয়ে আসেন। এরপর বাইরে থেকে আসা ব্যবসায়ীরা এখানে এসে সেগুলি ক্রয় করেন। এরপর তারা সেগুলি শোলা শিল্পীদের কাছে পৌঁছে দেন। দক্ষিণ ২৪ পরগনার এই হাটের দিকে তাকিয়ে থাকেন বহু মানুষ।
advertisement
advertisement
এ নিয়ে বাপ্পাদিত্য হালদার নামের এক ব্যবসায়ী জানান, “এই হাট সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বসে। ফলে সকলেই ওই দিনে এসে উপস্থিত হন শুধুমাত্র শোলা কেনার জন্য। এখানে শোলা ছাড়া আর অন্য কিছু বিক্রি হয় না। রাস্তার দুই পাশেই এই গোলাগুলি বিক্রি করা হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই হাট থেকে শোলা কিনে সেগুলিকে শৌখিন কাজ করে বাইরে পাঠানো হয় বলে জানিয়েছেন রোজিনা বিবি নামের এক শোলা শিল্পী। শোলার কাজের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই এই জায়গার নাম জানেন বলে জানিয়েছেন তিনি। পুজোর আগে শেষ শোলার হাটে কয়েক লক্ষ টাকার শোলা বিক্রি হয়েছে। এই হাটের অধিকাংশ শোলা নিয়ে যাওয়া হয় অন্য জেলাতে। তারপর সেখানে স্থানীয় ভাবে বিক্রি করা হয়। শোলার জন্য যে আলাদা হাট হতে পারে তা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনিও।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রাজ্যের জনপ্রিয় হাট, 'এই' জিনিসটি ছাড়া বিক্রি হয় না অন্যকিছু! কিনতে লাইন দেন ক্রেতারা, জানুন কী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement