Dooars Tourism: জলের দরে বোরোলি মাছের ঝোল, মহাভোজের থালি! পুজোর ছুটিতে ডুয়ার্স গেলে ঢুঁ মারুন 'এই' হোটেলে, খাবারে মিলবে পাহাড়ি ঝাঁঝ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই হোটেলের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। রান্নাঘর চালান এলাকার মহিলারা। তাঁদের হাতের রান্নায় মিশে থাকে ঘরের স্বাদ ও ভালবাসা।
ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলের সবুজ ছায়ায় দাঁড়িয়ে আছে ছোট্ট এক দোকান ‘বৌদির হোটেল’। পর্যটক থেকে সাধারণ মানুষ সকলকে রাস্তার ধারের উষ্ণ অভ্যর্থনা জানায় এই হোটেল। টিনের চাল, কাঠের বেঞ্চ, আর হাসিমাখা মুখে দিপা রায়, স্থানীয়দের কাছে তাদের প্রিয় বৌদি! বাইরের চটকদার সাজসজ্জা নেই, কিন্তু ভিতরে আছে আন্তরিক আতিথেয়তা। এই সরল সাজই যেন মাটির গন্ধে ভরা আসল আকর্ষণ।
advertisement
সারা বছর তো বটেই পুজোর মরশুমেও অন্যতম ভরসা এই বৌদির হোটেল। এখানকার খাবারের মূল আকর্ষণ নদীর মাছের ঝোল আর পাহাড়ি রান্নার ঝাল ঝাল স্বাদ। তিস্তার বোরোলি মাছ, যে মাছের স্বাদ নাকি ইলিশের থেকেও ভাল বলা হয়ে থাকে। এছাড়াও খাসির মাংস, পাঁঠার ঝোল—সবই মিলবে সুলভ দামে। ভাতের সঙ্গে যখন ধোঁয়া ওঠা ঝোল পরিবেশন করা হয়, তখন পর্যটকরা বলেন, এ স্বাদ মনে থাকবে অনেকদিন!
advertisement
বৌদির হোটেল’-এর আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। রান্নাঘর চালান এলাকার মহিলারা। তাঁদের হাতের রান্নায় মিশে থাকে ঘরের স্বাদ ও ভালবাসা। পর্যটকদের কাছে খাবার মানেই শুধু পেট ভরানো নয়, বরং এই মহিলাদের পরিশ্রম আর আন্তরিকতার এক জীবন্ত গল্প। এখানেই লুকিয়ে আছে মানবিক ছোঁয়া। চারটি মেয়ের কর্মসংস্থানের ভরসা এই বৌদির হোটেল।
advertisement
advertisement