North 24 Parganas News: বাড়ি ফেরার পথে আচমকা তীব্র শব্দ! বিস্ফোরণে উড়ল হাত, এলাকাজুড়ে তুমুল আতঙ্ক...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
বাড়ি ফেরার পথে বিস্ফোরণে উড়ল হাত, দেগঙ্গায় আতঙ্ক
উত্তর ২৪ পরগনা: বাইক চালিয়ে বাড়ি ফেরার পথেই তীব্র বিস্ফোরণ। বিকট শব্দ শুনে এলাকায় জড়ো হয় আশপাশের মানুষজন। দেখা যায় মাটিতে লুটিয়ে এক যুবক। রক্তাক্ত হাতে ছটফট করতে দেখা যায় তাকে। তবে পর মুহূর্তে গুরুতর আহত অবস্থায় গা ঢাকা দেয় ওই যুবক।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি জেলার নানা এলাকা থেকেও আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধারের ঘটনা ঘটছে পুলিশি তল্লাশিতে। আর তার মধ্যেই এদিন বোমায় হাত উড়লো যুবকের। তেমনটাই অনুমান করছে পুলিশ। ঘটনাস্থল থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা।
advertisement
advertisement
ঘটনাটি ঘটে বসিরহাটের মাটিয়া থানার আফজার নগর এলাকায়। বছর ৩০ এর যুবক ফকির মোল্লার বাড়ি দেগঙ্গায় বলে জানা যায়। গতকাল গভীর রাতে একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল করে বোমা আনছিলেন তিনি বলেই অনুমান। সেই সময় হঠাৎই বোমা বিস্ফোরণ ঘটে যায়। আর তার ফলেই হাত উড়ে যায় ফকিরের। বোমার তীব্রতা এতটাই বেশি ছিল যার ফলে আশপাশের মানুষ জড়ো হয়ে যান। এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ গিয়ে তাজা বোমা গুলি উদ্ধার করলেও, এলাকা থেকে জখম ফকির মোল্লা পালিয়ে যায় বলেই দাবী স্থানীয়দের।
advertisement
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে বোমা মজুদ করছিল সে! এলাকায় দুষ্কৃতী কাজকর্ম করার জন্য, না কি পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনায় ছড়ানোর সৃষ্টির জন্যই বোমা মজুদ করা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তারপরেই তৎপর হয় বসিরহাট জেলা পুলিশ, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় মাটিয়া থানায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এলাকায় নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাড়ি ফেরার পথে আচমকা তীব্র শব্দ! বিস্ফোরণে উড়ল হাত, এলাকাজুড়ে তুমুল আতঙ্ক...