Hooghly News: সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ট্রিবিউট জানিয়ে রিষড়া ফরোয়ার্ড ক্লাবের এই বছরের অভিনব থিম
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
জগদ্ধাত্রী পূজাতে অভিনব মন্ডপ সজ্জায় থিমের ভাবনা রিষড়ার ফরোয়ার্ড ক্লাবের। এক টুকরো পথের পাঁচালী এই বছরের থিম তাদের। অপু দুর্গার সংসার কে তাদের মন্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন পূজা উদ্যোক্তারা।
#হুগলি: জগদ্ধাত্রী পূজাতে অভিনব মণ্ডপ সজ্জায় থিমের ভাবনা রিষড়ার ফরোয়ার্ড ক্লাবের। এক টুকরো পথের পাঁচালী এই বছরের থিম তাদের। অপু-দুর্গার সংসারকে তাদের মণ্ডপের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন পূজা উদ্যোক্তারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে তাদের এই মণ্ডপসজ্জা। মণ্ডপের সঙ্গে মানানসই ঠাকুর বানিয়েছেন তাঁরা। দেবী জগদ্ধাত্রী এখানে অপু ও দুর্গার মা, সর্বজয়া। ফরোয়ার্ড ক্লাবের অভিনব থিম মন কেড়েছে দর্শনার্থীদের।
মণ্ডপটি তৈরি করা হয়েছে তিনটি ভাগে। প্রথমভাগে অপু দুর্গার বাড়ি সেই বাঁশ বাগান ঘরের চালের ঘর। দ্বিতীয় ভাগে ঢুকলে কাশফুলের মাঝে ট্রেনের দেখা মিলবে। এবং শেষভাগে মহাভারতের কর্ণকে ফুটিয়ে তোলা রয়েছে। মণ্ডপের মধ্যে ঢুকলেই মনে হবে অপু দুর্গার বাড়িতে চলে এসেছেন। শিল্পীর নিখুঁত হাতের কাজ পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে অপু ও দুর্গার জীবনযাত্রা মণ্ডপের মাধ্যমে। সাদা- মেঠো রংয়ের অপু দুর্গা ও তাদের মা এর এই অভিনব প্রতিমা সাড়া ফেলেছে দর্শক থেকে বিচারক সবার মনে।
advertisement
advertisement
ফরোয়ার্ড ক্লাবের পুজো নিয়ে তাদের এক পূজা উদ্যোক্তা জানান, গোটা মণ্ডপটি তৈরি হয়েছে বাঁশ গাছের ডাল বেগুন গাছের কাঠ শোলা ঘাস কাশফুল এইসব দিয়ে। কালীপূজার সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল মণ্ডপ তৈরির কাজ। দর্শকরা বাইরে থেকে মণ্ডপটি কী রয়েছে তা বুঝতে পারবেন না যতক্ষণ না তারা ভিতরে প্রবেশ করছেন। গল্পের বইয়ে যেমন ভাবে বিভূতিভূষণ বর্ণনা করেছিলেন ঠিক তেমনভাবেই মণ্ডপটি তৈরি করার চেষ্টা চলে। এমনকি দর্শনার্থীরা যাতে মণ্ডপের ভিতরে প্রবেশ করলে গ্রামের যে মেঠো গন্ধ তাও পাবেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সত্যজিৎ রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ট্রিবিউট জানিয়ে রিষড়া ফরোয়ার্ড ক্লাবের এই বছরের অভিনব থিম