Hooghly News: নেই ট্রাফিক সিগন্যাল-স্পিড ব্রেকার, রোজ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণের

Last Updated:

হুগলির পুড়শুড়া সামন্ত রোড এলাকায় ইঞ্জিনিভ্যান উল্টে মৃত্যু হল চালকের। আহত আরও এক আরোহী। এই এলাকায় পর পর ঘটছে দুর্ঘটনা।

থানা 
থানা 
পুড়শুড়া: ইঞ্জিনিভ্যান উল্টে মৃত্যু হল চালকের। আহত আরও এক আরোহী। ঘটনাটি ঘটেছে হুগলির পুড়শুড়া সামন্ত রোড এলাকায়। নিত্য এই এলাকায় দুর্ঘটনা লেগেই আছে। এর জেরে পথ অবরোধ ও করে স্থানীয়রা। তবে উদাসীন প্রশাসন।  জানা গেছে, চাঁপাডাঙ্গা থেকে আরামবাগের দিকে আসছিল ঠিক সেই সময় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনা নজরে আসতে স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলেও ইঞ্জিন ভ্যানচালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পাশাপাশি আহত ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। রীতিমতো এই ঘটনা তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইঞ্জিনভ্যানটি দ্রুতগতিতে যাচ্ছিল হঠাৎ করি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাজ্যে সড়কে। ঘটনা জেরে তীব্র আওয়াজ শুনতে পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন। উল্লেখ্য, বুধবার ঐ একই জায়গায় ডাম্পার ও বাইকের সংঘর্ষে হয়। তাকেও আতংক-জনক অবস্থায় ভর্তির ব্যবস্থা করলেও হাসপাতালে মৃত্যু হয় বাইক চালকের। বারবার এই দুর্ঘটনার দায়ী করছেন প্রশাসনকে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তার কারণ রাস্তা হওয়ার পরেই ট্রাফিক সিগন্যাল এবং স্পিড ব্রেকার না থাকার ফলেই নিত্যদিনই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার ফলে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষজন।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নেই ট্রাফিক সিগন্যাল-স্পিড ব্রেকার, রোজ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement