Sadak Suraksha Abhiyan: বারবার দুর্ঘটনার প্রতিবাদে পথে নামল এলাকাবাসী! ট্রাফিক সিগনাল-সহ একগুচ্ছ দাবি!
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Sadak Suraksha Abhiyan: হুগলির পুড়শুড়া সামন্ত রোড এলাকায় ট্রাফিক সিগন্যাল, স্পিডবেকার ও সিভিক পুলিশ সহ একাধিক দাবিতে রাস্তায় প্রতিবাদে নামল এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা।
পুড়শুড়া: বারবার পথ দুর্ঘটনা। আর তার জেরে যাচ্ছে কখনো প্রাণ আবার কখনো গুরুতর জখম হচ্ছেন পথচারী থেকে শুরু করে গাড়ি চালকেরা। তাই এবার ট্রাফিক সিগন্যাল, স্পিডবেকার ও সিভিক পুলিশ সহ একাধিক দাবিতে রাস্তায় প্রতিবাদে নামল এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। বুধবার হুগলির পুড়শুড়া সামন্ত রোড এলাকায়। জানা যায় রাজ্য সড়কটি পি ডব্লিউ ডির আন্ডারে ফোর ল্যান্ড হয়েছে। কিন্তু নিরাপত্তা না থাকার ফলে সমস্যা হচ্ছে প্রত্যেক সাধারণ মানুষের। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি। তাই এদিন একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় সাধারণ মানুষজন।
নিত্যদিন দুর্ঘটনার ঘটে এই এলাকায়এদিনও ডাম্পারের ধাক্কায় আহত হয় এক ব্যক্তি। তাকে এলাকার মানুষজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বারবার এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছিলন বাসিন্দারা। তাই এদিন একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আরামবাগ -তারকেশ্বর রোডে এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন পথ নিরাপত্তা নিয়ে কোন ভূমিকায় নেই। সাধারণ মানুষ বা গাড়িচালক সিগন্যাল না থাকার কারণে বুঝতে না পারায় বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে তাদের দাবি গুলো সমস্যা সমাধান করুক। সব মিলিয়ে এখন দেখার সামন্ত রোড এলাকায় আদৌ কি ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন নিরাপত্তা থাকবে না এভাবেই পথ দুর্ঘটনা বাড়বে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষজন।
advertisement
suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2024 3:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: বারবার দুর্ঘটনার প্রতিবাদে পথে নামল এলাকাবাসী! ট্রাফিক সিগনাল-সহ একগুচ্ছ দাবি!







