খরচ ১৬৫ কোটি টাকা! নয়া সেতু পাচ্ছে পশ্চিম বর্ধমান-বীরভূম! মমতার হাতেই উদ্বোধন
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মধ্যে সড়কপথে আরও একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থার সূচনা হতে চলেছে।
পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মধ্যে সড়কপথে আরও একটি স্থায়ী যোগাযোগ ব্যবস্থার সূচনা হতে চলেছে। কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলি পর্যন্ত নির্মিত স্থায়ী সেতুটির বীরভূমের সভা থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজ উদ্বোধনকে ঘিরে শেষ মুহূর্তের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। বারবার ব্রিজ পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক, গলসির বিধায়ক নেপাল ঘরুই-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।
দুই জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। দীর্ঘদিন কাঁকসার শিবপুর থেকে বীরভূমের জয়দেব কেন্দুলি যাওয়ার জন্য অস্থায়ীভাবে বালিমাটি দিয়ে সেতু নির্মাণ হত যা বর্ষার সময় অজয়ের জলে ভেসে যেত। সেই অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় দুই জেলার মানুষকেই দুর্ভোগে পড়তে হত। যাতায়াত ব্যবস্থা এক মাসেরও বেশি বন্ধ থাকত। নৌকা পরিষেবা চালু থাকলেও বড় গাড়ি ও বাস পরিষেবা পুরোপুরি বন্ধ থাকত।
advertisement
advertisement
এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল, ওই জায়গায় স্থায়ী সেতু তৈরি হলে দুই জেলার মানুষ উপকৃত হবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন দুই জেলার মানুষই। অবশেষে মানুষের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। সেইমতো কয়েক বছর ধরে ব্রিজ নির্মাণ শুরু হলেও কাঁকসার শিবপুরের দিকে জমি-জটের কারণে থমকে ছিল কাজ। পরে প্রশাসনিক তৎপরতায় জমির মালিকদের সঙ্গে কথা বলে জমি সমস্যা কাটিয়ে কাজ শুরু হয়। কাজ শেষ হলেও উদ্বোধন হয়নি কারণ এলাকার মানুষ ও দুই জেলার প্রশাসন চেয়েছিল মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এর উদ্বোধন হোক।
advertisement
পশ্চিম বর্ধমানের শিবপুর ও বীরভূমের জয়দেব-কেঁদুলির মাঝখান দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। বীরভূম ও পশ্চিম বর্ধমানের বহু মানুষকে বিভিন্ন প্রয়োজনে অজয় নদ পারাপার করতে হয়। হিউম পাইপ, মোরাম, বোল্ডার দিয়ে যাতায়াতের জন্য নদের বুকে প্রতিবছর অস্থায়ী সেতু তৈরি করা হয়। কিন্তু, বর্ষার শুরুতেই ওই রাস্তা ভেসে যায়। তখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। কিন্তু, বর্ষায় অজয়ের ভয়াল রূপ উপেক্ষা করে নৌকা চালানোও সম্ভব হয় না। তাই অজয়ের জল বাড়লে ভোগান্তিও বাড়ে।
advertisement
সেই সমস্যার এবার সমাধান হতে চলেছে। স্থানীয়দের দাবি মেনে অজয়ের উপর স্থায়ী সেতু তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে কাঁকসায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ১৬৫ কোটি টাকা খরচে অজয়ের উপর নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেন। জমিজট-সহ নানা সমস্যা মিটিয়ে সেই সেতুর কাজ শেষ হয়েছে। এবার উদ্বোধনের অপেক্ষা। সেতুটির দৈর্ঘ্য ২.৭৩৮ কিলোমিটার। এরমধ্যে নদীর উপর মূল অংশের দৈর্ঘ্য ১০৫৭ মিটার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 11:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খরচ ১৬৫ কোটি টাকা! নয়া সেতু পাচ্ছে পশ্চিম বর্ধমান-বীরভূম! মমতার হাতেই উদ্বোধন