Fish: ফ্রিজে মাছ কীভাবে রাখছেন? নুন, হলুদ মাখিয়ে নাকি কাঁচা? ভুলভাবে স্টোর করলেই শরীরের সর্বনাশ! সঠিক উপায় জানলে ফ্রিজে থাকবে না কোনও আঁশটে গন্ধ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Fish in Fridge: ফ্রিজের ঠান্ডায় আদৌ ভাল থাকে মাছ? বিশেষজ্ঞরাও অবশ্য সতর্ক করলেন এই বিষয়ে। সেইসঙ্গে ফ্রিজের আঁশটে গন্ধ কীভাবে কাটানো যায় তারও উপায় রইল এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
advertisement
মাছের স্থায়ীত্বকাল (যতদিন কাটা অবস্থায় ভাল থাকবে মাছ, সেই সময়কাল) নির্ভর করে অনেকগুলি বিষয়ের উপর। স্টোরেজ টেম্পারেচার, টেম্পারেচারে ওঠানামা, প্যাক করার পদ্ধতি, প্যাকেজিং উপাদান, আর্দ্রতা, মাছের ফ্যাট কন্টেন্ট এবং ফ্রিজিংয়ের সময় মাছের অবস্থা। তবে মাছ স্টোর করার বা ফ্রিজিংয়ের পর ৩ - ৮ মাসের মধ্যে এটি খেয়ে ফেলা উচিত।
advertisement
advertisement
advertisement