South 24 Parganas News: নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে গ্রেফতার ব্যক্তি নরেন্দ্রপুরে
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Pargana News: নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি!
দক্ষিণ ২৪ পরগনা, নরেন্দ্রপুর, সুমন সাহা: নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ তৎপরতা দেখায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তের পরিচয় নিশ্চিত করে। এরপর সোমবার বোড়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তেই অভিযোগের যথেষ্ট প্রমাণ মিলেছে। সেই কারণেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
আদালতে পুলিশ কাস্টডির আবেদন করা হবে বলে সূত্রের খবর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, “নাবালিকার সঙ্গে এমন শাস্তিযোগ্য অপরাধের পর কঠোরতম শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সাহস না পায়। প্রশাসনের তরফ থেকে বারবার এই ধরনের সচেতনতা মূলক প্রচার করে। তারপরেও কী ভাবে এই ধরনের ব্যক্তি সমাজের এই অসামাজিক কাজ করতে পারে?” এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই ধরনের মানুষরা যদি সচেতন না হয় আগামিদিনে এই ধরনের অভিযোগ আরও বাড়বে। তাই সমাজের কাছে এই ধরনের মানুষের কঠিন থেকে কঠিনতম শাস্তি পাওয়া উচিত।”
advertisement
পুলিশ জানিয়েছে, নাবালিকার বিবৃতি, তার চিকিৎসার নথি এবং অন্যান্য প্রমাণ আদালতে জমা দেওয়া হবে। পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্তকারীরা কড়া নজর রেখে তদন্ত চালাচ্ছেন। পুলিশ আশা করছে, আদালত দ্রুত প্রয়োজনীয় নির্দেশ দেবে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 02, 2025 10:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নাবালিকার সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে গ্রেফতার ব্যক্তি নরেন্দ্রপুরে

