Narendra Modi to address Matua Community: মতুয়াদের মেলায় কাল বক্তব্য রাখবেন মোদি, সিএএ নিয়ে বড় ঘোষণা?

Last Updated:

সিএএ আইন কার্যকর করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন মতুয়ারা৷

কাল মতুয়াদের জন্য বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?
কাল মতুয়াদের জন্য বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?
#কলকাতা: আগামিকাল, মঙ্গলবার মতুয়া ধর্মমেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকীতে এই মেলার সূচনা হচ্ছে৷ মতুয়াদের (Matua) এই মহাসম্মেলন থেকেই সিএএ (CAA) নিয়ে প্রধানমন্ত্রী বড় কোনও ঘোষণা করেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে৷
সিএএ আইন কার্যকর করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন মতুয়ারা৷ নাগরিকত্ব আইন কার্যকর করার আশ্বাস দিয়েই ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি৷ কিন্তু তার পরে প্রায় তিন বছর কেটে গেলেও নাগরিকত্ব আইন এখনও কার্যকর হয়নি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে গিয়েছিলেন, করোনার ধাক্কা সামলে উঠলেই সিএএ প্রণয়নে উদ্যোগী হবে কেন্দ্র৷
advertisement
advertisement
কিন্তু করোনার প্রকোপ কমলেও নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের আশা পূরণ হয়নি৷ বরং মতুয়াদের ধৈর্যচ্যুতির প্রভাব বিজেপি-র ভোটব্যাঙ্কে পড়ছে৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী মতুয়াদের সমর্থন ধরে রাখতে সিএএ নিয়ে কী বক্তব্য রাখেন, সেটাই দেখার৷ কারণ প্রধানমন্ত্রী এবং বিজেপি শীর্ষ নেতৃত্ব খুব ভাল ভাবেই জানেন, সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর থেকে বড় কিছু শোনার অপেক্ষায় রয়েছেন মতুয়ারাও৷
advertisement
বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগেই মতুয়াদের মহা সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার বিষয়টি স্থির হয়েছে৷ ফলে, মঙ্গলবার বড় কোনও ঘোষণা হবে, এমনটাই ধরে নিচ্ছেন রাজ্য বিজেপি-র নেতারাও৷ কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একশোর গন্ডি না পেরনো এবং তার পর উপনির্বাচন ও পুরভোটে বিপর্যয়ের পর ২০২৪-এর দিকে তাকিয়ে মতুয়া সম্প্রদায়ের সমর্থন ধরে রাখা বিজেপি-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
মতুয়া মন জয়ে অতীতেও উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী৷ বাংলাদেশ সফরে গিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান থেকেও ঘুরে এসেছেন তিনি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi to address Matua Community: মতুয়াদের মেলায় কাল বক্তব্য রাখবেন মোদি, সিএএ নিয়ে বড় ঘোষণা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement