Narendra Modi to address Matua Community: মতুয়াদের মেলায় কাল বক্তব্য রাখবেন মোদি, সিএএ নিয়ে বড় ঘোষণা?

Last Updated:

সিএএ আইন কার্যকর করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন মতুয়ারা৷

কাল মতুয়াদের জন্য বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?
কাল মতুয়াদের জন্য বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদি?
#কলকাতা: আগামিকাল, মঙ্গলবার মতুয়া ধর্মমেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মবার্ষিকীতে এই মেলার সূচনা হচ্ছে৷ মতুয়াদের (Matua) এই মহাসম্মেলন থেকেই সিএএ (CAA) নিয়ে প্রধানমন্ত্রী বড় কোনও ঘোষণা করেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে৷
সিএএ আইন কার্যকর করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন মতুয়ারা৷ নাগরিকত্ব আইন কার্যকর করার আশ্বাস দিয়েই ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি৷ কিন্তু তার পরে প্রায় তিন বছর কেটে গেলেও নাগরিকত্ব আইন এখনও কার্যকর হয়নি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এসেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়ে গিয়েছিলেন, করোনার ধাক্কা সামলে উঠলেই সিএএ প্রণয়নে উদ্যোগী হবে কেন্দ্র৷
advertisement
advertisement
কিন্তু করোনার প্রকোপ কমলেও নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের আশা পূরণ হয়নি৷ বরং মতুয়াদের ধৈর্যচ্যুতির প্রভাব বিজেপি-র ভোটব্যাঙ্কে পড়ছে৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী মতুয়াদের সমর্থন ধরে রাখতে সিএএ নিয়ে কী বক্তব্য রাখেন, সেটাই দেখার৷ কারণ প্রধানমন্ত্রী এবং বিজেপি শীর্ষ নেতৃত্ব খুব ভাল ভাবেই জানেন, সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর থেকে বড় কিছু শোনার অপেক্ষায় রয়েছেন মতুয়ারাও৷
advertisement
বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগেই মতুয়াদের মহা সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার বিষয়টি স্থির হয়েছে৷ ফলে, মঙ্গলবার বড় কোনও ঘোষণা হবে, এমনটাই ধরে নিচ্ছেন রাজ্য বিজেপি-র নেতারাও৷ কারণ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একশোর গন্ডি না পেরনো এবং তার পর উপনির্বাচন ও পুরভোটে বিপর্যয়ের পর ২০২৪-এর দিকে তাকিয়ে মতুয়া সম্প্রদায়ের সমর্থন ধরে রাখা বিজেপি-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
মতুয়া মন জয়ে অতীতেও উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী৷ বাংলাদেশ সফরে গিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান থেকেও ঘুরে এসেছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendra Modi to address Matua Community: মতুয়াদের মেলায় কাল বক্তব্য রাখবেন মোদি, সিএএ নিয়ে বড় ঘোষণা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement