এও কি সম্ভব, জিআরপি অজ্ঞাতপরিচয় অসুস্থ ব্যক্তিকে তুলে দিল ট্রেনে, তারপর...
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
পৌর প্রধান অশোক বাবু বলেন বিষয়টা নিয়ে তিনি রেলের উচ্চ অধিকারিকদের জানাবেন। মুমূর্ষ রোগীটি কোথায় আছে তাঁর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তিনি৷
নৈহাটি: চরম অমানবিকতার নিদর্শন তৈরি করল নৈহাটি জিআরপি থানার পুলিশ।এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।
তিনি বলেন অসুস্থ অবস্থায় নৈহাটি প্ল্যাটফর্মে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয় অশীতিপর বৃদ্ধকে হাসপাতালে না পাঠিয়ে তুলে দেওয়া হয় চলন্ত ট্রেনে। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৈহাটি জি আর পি থানার বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার নৈহাটি জিআরপি থানার পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তির কথা জানতে চান নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
কিন্তু নৈহাটি জিআরপি থানার পুলিশ আধিকারিক তাঁর কোনও সদর্থক জবাব দিতে পারেননি। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নৈহাটি জিআরপি থানার পুলিশের চরম অমানবিকতার পরিচয় দিয়েছে বলে জানালেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়। পৌর প্রধান অশোক বাবু বলেন বিষয়টা নিয়ে তিনি রেলের উচ্চ অধিকারিকদের জানাবেন। মুমূর্ষ রোগীটি কোথায় আছে তাঁর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তিনি৷ পাশাপাশি পৌর প্রধান জানিয়েছেন যদি তিনি বেঁচে থাকেন তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এও কি সম্ভব, জিআরপি অজ্ঞাতপরিচয় অসুস্থ ব্যক্তিকে তুলে দিল ট্রেনে, তারপর...