Lakhshmi Puja: লক্ষ্মীপুজোতে করুন এই বিশেষ কাজ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে রাশি রাশি টাকা, আর্থিক অনটন ঘুঁচবে চিরতরে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
পঞ্জিকা অনুসারে ২০২৫ সালের আশ্বিন মাসের পূর্ণিমা তিথি পড়ছে ৬ অক্টোবর সোমবার। সেদিন সকাল ১১ টা ২৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে ৭ অক্টোবর সকাল ৯ টা ৩৩ মিনিটে
advertisement
advertisement
advertisement
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করলে সকলের মনোবাসনা পূর্ণ হয়। লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজো করলে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায়। এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে লক্ষ্মী প্রসন্ন হন। সঙ্গে যদি সম্ভব হয়, এই দিন গঙ্গায় স্নান করুন। এই তিথিতে সন্ধেবেলা লক্ষ্মী পুজো হয়। নারকেল, জল এবং চিঁড়ে খেলে ভাল হয়। রাত জেগে পাশা খেলাও এই পুজোর অঙ্গ।
advertisement
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, মায়ের কৃপাদৃষ্টি পেতে গেলে ওই দিন কয়েকটি কাজ করা বাঞ্ছনীয়, যা করলে স্বয়ং মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি নারায়ণের পত্নী। বিশ্বাস করা হয়, মা লক্ষ্মী যে বাড়িতে বসবাস করেন, সেখানে অর্থের অভাব থাকে না। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত
advertisement
পায়েস রান্না করে চাঁদের আলোয় রাখুন: দেবী লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে শাস্ত্রে। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পায়েস তৈরি করে তা সন্ধেবেলায় চাঁদের আলোয় রাখুন। প্রয়োজন হলে একটি নেট বা মশারির কাপড় দিয়ে সেই পায়েস ঢেকে রাখুন। পরের দিন ওই পায়েস বাড়ির সবাই মিলে খান। প্রথাগত বিশ্বাস অনুযায়ী, এতে শরীরও সুস্থ থাকে এবং ঘরের আর্থিক শ্রীবৃদ্ধিও হয়
advertisement
advertisement
advertisement
advertisement