বাইকে বা স্কুটিতে কেন মহিলারা একপাশে পা রেখে বসেন? ইতিহাস জানলে চমকে জানবেন আপনিও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনি নিশ্চয়ই অনেক সময়েই লক্ষ্য করেছেন যে মা, পিসি কিংবা পরিবারের অন্য কোনও মহিলা যখন মোটরসাইকেলের পিছনে বসেন, তখন সবসময় একদিকে পা ঝুলিয়েই বসেন। এই রীতি শুধু পুরনো প্রজন্মেই নয়, ১৯৮০-৯০ এর দশকের মহিলারাও একইভাবে মেনে চলেছেন।
advertisement
advertisement
 এবার সেই গোপন কারণ সামনে আনলেন পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জেনিথ ইরফান (Zenith Irfan)। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা এক লক্ষেরও বেশি। বায়ো অনুযায়ী, তিনি পাকিস্তানের প্রথম মহিলা যিনি গোটা দেশ জুড়ে মোটরসাইকেলে ভ্রমণ করেছেন। এক ভিডিওতে জেনিথ জানান, বাইকার হয়ে তিনি তাঁর প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করেছেন।
advertisement
 সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে জেনিথ ইরফান খোলসা করেছেন সেই চিরচেনা প্রশ্নের উত্তর— কেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষত ভারত ও পাকিস্তানে, মহিলারা মোটরসাইকেলের পিছনে বসার সময় একপাশে পা ঝুলিয়ে বসেন।কেন বাইকে একদিকে পা ঝুলিয়ে বসেন মহিলারা? জেনিথ ইরফান জানালেন ইতিহাসভিডিওতে জেনিথ ইরফান মূলত পাকিস্তানের প্রসঙ্গ তুলেছিলেন, তবে তিনি স্বীকার করেছেন যে মহিলাদের এভাবে বসা ভারতেও সমানভাবে প্রচলিত। তাঁর কথায়, এটি পাকিস্তানি সংস্কৃতি নয়, বরং ব্রিটিশ সংস্কৃতির প্রভাব।
advertisement
 জেনিথের মতে, এই প্রথার সূচনা হয়েছিল ১৪শ-১৫শ শতকে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, প্রিন্সেস অ্যান অফ বোহেমিয়া তাঁর ঘোড়ায় চড়ার সময় একদিকে পা ঝুলিয়েই বসেছিলেন এবং এভাবেই তিনি প্রায় ১০০০ মাইল (১৬০০ কিলোমিটার) দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। সেই সময়ে মহিলাদের পুরুষদের মতো দুই পা ফাঁক করে বসা সমাজে অশ্লীল বলে গণ্য হতো। জেনিথ জানান, আসলে এটি দক্ষিণ এশিয়ার সংস্কৃতির অংশ নয়।
advertisement

