Birbhum News: কোন ট্রেনে শেষ বার যাত্রা করেছিলেন কবিগুরুর? জানেন কোথায় গেলে দেখা মিলবে সেই ট্রেনের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Travel: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের স্মৃতি রয়েছে বোলপুরের এই জায়গায় না দেখলেই ভুল করবেন
বীরভূম, সৌভিক রায়: বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতন তো একাধিকবার এসেছেন। তবে কোনওদিন দেখেছেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম? স্টেশন থেকে বেরিয়ে গোটা বোলপুর ভ্রমণ করা হয়ে গেছে তবে স্টেশনের কাছেই রয়েছে এই মিউজিয়াম সেটা হয়তো আজ পর্যন্ত ঘুরে দেখা হয়নি। তাহলে আজকে আপনাদের ঠিকানা দেব, আপনি বোলপুর শান্তিনিকেতন গিয়ে কোথায় এটি দেখতে পাবেন?
গীতাঞ্জলি মিউজিয়াম, বোলপুরে প্রতিষ্ঠিত একটি প্রতীকী স্থান, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে সম্মানিত করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০-তম জন্মবর্ষে ভারতের রেল মন্ত্রক এই মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। গীতাঞ্জলি নামকরণ করা হয়েছে, ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থের নামে।
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! রাজকীয় চালে ৩ রাশির ‘লটারি’, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে পোড়া কপাল
মিউজিয়ামটির স্থাপত্য শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সের ‘উদয়ন’ ভবন দ্বারা অনুপ্রাণিত, যা বোলপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে যায়। তবে দেখার মত কী রয়েছে এই রেল মিউজিয়ামে? সেই রেলগাড়ি, যার মাধ্যমে রবীন্দ্রনাথ কলকাতা যাওয়ার পথে ১৯৪১ সালের ২৫ অগাস্ট তাঁর শেষ যাত্রা করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন-বিজয়া দশমীতেই লাগবে ‘জ্যাকপট’…! লাল কাপড়ে বেঁধে রাখুন ‘এটি’, মা দুর্গার আর্শীবাদে উপচে পড়বে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধির জোয়ারে ভাসবেন
এই যাত্রাটি মিউজিয়ামের নিচের তলায় প্রদর্শিত, যা পর্যটকদের জন্য একটি গভীর আবেগপ্রবণ অভিজ্ঞতা তৈরি করে। এছাড়াও, মিউজিয়ামটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ও দার্শনিক অবদানগুলির একটি বিশাল সংগ্রহস্থল হিসেবে কাজ করে। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র, অমূল্য ছবি, এবং পারিবারিক স্মৃতিচিহ্ন সংগ্রহ করা হয়েছে, যা গবেষকদের জন্য অত্যন্ত মূল্যবান। তাই এবার আপনি গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই মিউজিয়ামটি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 9:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum News: কোন ট্রেনে শেষ বার যাত্রা করেছিলেন কবিগুরুর? জানেন কোথায় গেলে দেখা মিলবে সেই ট্রেনের