Nadia Tourism: চারদিক জলে ঘেরা মন্দির, বিনাখরচে হরিণ দর্শন! ডিসেম্বরের ছুটিতে নদিয়া ঘুরতে গেলে একবার ঘুরে আসুন সারস্বত মঠ, ভাল লাগবে

Last Updated:

Nadia Tourism: শীতের মরশুম মানেই ছুটির আমেজ, আর সেই ছুটিকে কেন্দ্র করেই এখন পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে নদিয়ার তীর্থনগরী নবদ্বীপ

+
কোলেরডাঙা

কোলেরডাঙা সারস্বত মঠ

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: শীতের মরশুম মানেই ছুটির আমেজ, আর সেই ছুটিকে কেন্দ্র করেই এখন পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে নদিয়ার তীর্থনগরী নবদ্বীপ। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে ফেস্টিভ মুড। আট থেকে আশি সব বয়সের মানুষই ছুটির আনন্দে গা ভাসিয়ে বেরিয়ে পড়েছেন ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে। সেই সঙ্গে ধর্মীয় পর্যটনও পাচ্ছে নতুন মাত্রা।
নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দিরে বছরের শেষ সময়ে চোখে পড়ছে বিপুল ভিড়। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আগত পর্যটক ও পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন এই প্রাচীন শহরের অলিগলিতে ছড়িয়ে থাকা মঠ-মন্দিরগুলিতে। বিশেষ করে উল্লেখযোগ্য হয়ে উঠেছে কোলেরডাঙা সারস্বত মঠ।
advertisement
advertisement
এই মঠে ভিড় বাড়ার অন্যতম কারণ হল এখানকার বিশেষ আকর্ষণ এক ঝাঁক হরিণ, তাও আবার বিনাখরচে। আজও মঠ চত্বরে একপাশে জাল দিয়ে ঘেরা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় এই হরিণগুলিকে। মূলত তাদের দেখতেই শিশুদের ভিড় সবচেয়ে বেশি। পরিবারের সঙ্গে আসা পর্যটকদের কাছে এটি যেন এক অনন্য অভিজ্ঞতা। শুধু হরিণই নয়, দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য এখানে রয়েছে খরগোশ, সুসজ্জিত ফুলের বাগান এবং জলের মাঝে অবস্থিত নদিয়ার রাধামাধবের মন্দির।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্পূর্ণ জলাশয় ঘেরা এই মন্দির আর এক বিশেষ বৈশিষ্ট্য হল আজও নিত্যদিন পুরোহিত নৌকায় করে মঠে গিয়ে একাই পুজো সম্পন্ন করেন। সেই দৃশ্যও পর্যটকদের কাছে এক আলাদা আকর্ষণ। শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় আবহ মিলিয়ে কোলেরডাঙা সারস্বত মঠ এখন শীতের মরশুমে নবদ্বীপ ভ্রমণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফলে বলা যায়, ছুটির আনন্দে আট থেকে আশি সকলেই এখানে এসে আনন্দে মেতে উঠছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Tourism: চারদিক জলে ঘেরা মন্দির, বিনাখরচে হরিণ দর্শন! ডিসেম্বরের ছুটিতে নদিয়া ঘুরতে গেলে একবার ঘুরে আসুন সারস্বত মঠ, ভাল লাগবে
Next Article
advertisement
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
  • ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটার কারা, প্রশ্ন অভিষেকের৷

  • সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের দাবি৷

  • দিল্লিতে কমিশনের সদর দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement