Dubrajpur Toy Train: ২১ লক্ষ টাকার টয় ট্রেন হেলায় পড়ে দুবরাজপুরে! পাহাড়েশ্বর পার্কের অবস্থাও বেহাল, নিরাশ পর্যটকরা

Last Updated:

Birbhum News Dubrajpur Toy Train: পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয় বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর পার্কের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পর্যটক ও স্থানীয়রা। আকর্ষণ বাড়াতে একসময় চালু হয়েছিল টয় ট্রেন। তবে এখন সেই ট্রেন অচল অবস্থায় পড়ে রয়েছে।

+
দুবরাজপুর

দুবরাজপুর পাহাড়েশ্বর পার্কের টয় ট্রেন

দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয় বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর পার্কের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন পর্যটক ও স্থানীয়রা। আকর্ষণ বাড়াতে একসময় চালু হয়েছিল টয় ট্রেন। তবে এখন সেই ট্রেন অচল অবস্থায় পড়ে রয়েছে। ভেঙে পড়েছে বাচ্চাদের খেলার নানা সরঞ্জাম, পার্কজুড়ে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক ও নোংরা আবর্জনা। অথচ পার্কে প্রবেশের জন্য এখনও মাথাপিছু ১০ টাকা করে টিকিট নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে সাংসদ তহবিলের প্রায় ২১ লক্ষ টাকা ব্যয়ে এই টয় ট্রেন কেনা হয়েছিল। প্রথমদিকে ট্রেন চালু থাকায় পর্যটকদের ভিড়ও বেড়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা খারাপ হয়ে যাওয়ায় পরিষেবা বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
পর্যটকদের অভিযোগ, বীরভূমের ঐতিহাসিক মামা-ভাগ্নে পাহাড় ও পাহাড়েশ্বর মন্দির সংলগ্ন এই পার্কে উন্নয়নের ছোঁয়া নেই। বুল্টি ও প্রিয়া ঘোষের মতো পর্যটকদের দাবি, খেলনা ভাঙা, বসার জায়গার অভাব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি স্পষ্ট। শিশুদের খেলতে দিতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
যদিও এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, ভাঙা খেলনাগুলি মেরামতির কাজ শুরু হয়েছে। পাশাপাশি পার্কের সার্বিক উন্নয়নের জন্য নতুন করে প্রস্তাব ও এস্টিমেট পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই পার্ককে নতুনভাবে সাজানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে শীতের মরশুমে পর্যটকদের কথা মাথায় রেখে দ্রুত টয় ট্রেন চালু ও পার্ক সংস্কারের দাবি জোড়ালও হচ্ছে স্থানীয়দের তরফে। এখন দেখার বিষয় ফের কবে চালু পার্কের সবরকম পরিষেবা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dubrajpur Toy Train: ২১ লক্ষ টাকার টয় ট্রেন হেলায় পড়ে দুবরাজপুরে! পাহাড়েশ্বর পার্কের অবস্থাও বেহাল, নিরাশ পর্যটকরা
Next Article
advertisement
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেকের
  • ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটার কারা, প্রশ্ন অভিষেকের৷

  • সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের দাবি৷

  • দিল্লিতে কমিশনের সদর দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement