Nadia News: নিজের দু'চোখে অন্ধকার, তবুও পড়ুয়াদের জীবনে জ্ঞানের আলো জ্বালাচ্ছেন 'বিপ্লব স্যার'

Last Updated:

Nadia News: পড়ুয়াদের সবচেয়ে প্রিয় বিপ্লব স্যার, তাঁর পড়ানোয় যেন জাদু

+
স্কুলে

স্কুলে শিক্ষকতা করছেন বিপ্লব স্যার

নদিয়া:  নিজের দু’চোখ ভরা অন্ধকার ! তবুও পড়ুয়াদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে চলেছেন সবার প্রিয় ‘বিপ্লব স্যার’। ছোটবেলায় ভুল চিকিৎসায় দৃষ্টি হারান বিপ্লব সেন, তারপর থেকে জীবন যুদ্ধ শুরু। ২০১০ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় পাশ করে শিক্ষকতা শুরু। পরপর দু’টি বিদ্যালয়ে কাজ করে বর্তমানে শান্তিপুরের তন্তুবাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তবে নিজের শারীরিক প্রতিবব্ধকতাকে একেবারেই মনে রাখেন না বিপ্লব সেন।
নিজে বাড়িতে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে, পরবর্তীতে বিদ্যালয়ে  ছাত্র ছাত্রীদের পড়ান বিপ্লব সেন। সব পড়ুয়ার খুব প্রিয় তিনি। তারা জানান, ” বিপ্লব স্যার অনেক কঠিন কথা সহজে বুঝিয়ে দেন। খুব সুবিধা হয় পড়াশোনায়।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেও বিপ্লব সেনের জীবন যুদ্ধকে কুর্ণিশ জানিয়েছেন। তাঁর মতে, অন্যান্য দৃষ্টিহীন মানুষদের রোল মডেল তন্তুবাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সেন।
advertisement
রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও ইতিহাস এবং বাংলা পড়ান বিপ্লব স্যাএ। পাঠক্রম অনুযায়ী গল্পচ্ছলে পড়াতে থাকেন ছাত্র-ছাত্রীদের । কোনও বোঝানোর বিষয় হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকেই একজনকে বেছে নেন, পয়েন্ট করে লিখতে বলেন বোর্ডে। পড়ুয়ারা মুখিয়ে থাকেন কখন মাস্টারমশাই ডাকবেন বোর্ডে!
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নিজের দু'চোখে অন্ধকার, তবুও পড়ুয়াদের জীবনে জ্ঞানের আলো জ্বালাচ্ছেন 'বিপ্লব স্যার'
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement