Nadia News: ৫০০ বছরে এই প্রথম শ্রীচৈতন্যদেবের কাঠের পাদুকা শান্তিপুরে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: পুরীধাম যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে এই পাদুকাই দিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্যদেব
নদিয়া: বছরের বিভিন্ন সময়ে সারা ভারতবর্ষের ভক্তবৃন্দদের নিজ নিজেও এলাকায় বিশেষ আবেদন এবং সরকারি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শ্রীচৈতন্যদেবের ব্যবহৃত পাদুকাদ্বয়, দেখার সুযোগ হলেও শান্তিপুর ৫০০ বছরে এই প্রথম আজ বড় গোস্বামী বাড়িতে সরকারি নিরাপত্তার মধ্যে দিয়ে পাদুকাদ্বয় এসে পৌছালো। সারাদিন চলবে পুজো পাঠ কীর্তন শ্রী চৈতন্যদেব কথা নগর ভ্রমণ সন্ধ্যায় পৌঁছাবে নবদ্বীপ ধামেশ্বর মন্দিরে। নবদ্বীপ শহরের মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রীচৈতন্যর পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দু’টি ৫০০বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু।
কথিত রয়েছে, শ্রীচৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার এক বছরের মাথায় শান্তিপুরে ৪ মাঘ এসেছিলেন শচীমাতাকে দর্শনের জন্য। শচীমাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার। অচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছা প্রকাশ করেন। শ্রীবাস, গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়াদেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই। তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়াদেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
প্রণাম শেষ হতেই বিষ্ণুপ্রিয়াদেবী দেখেন, এক জোড়া পাদুকা রেখে গিয়েছেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই।ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়াদেবী মায়ের স্বপ্নাদেশ পান, জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়াদেবীর ভাইয়ের বংশধররা ওই পাদুকা যুগল সুরক্ষিত রেখেছেন।
advertisement
বর্তমান সময়কালে ১৯৬০ সালের পর ওই পাদুকা দু’টিকে একটি রুপোর খাপের মধ্যে রাখা হয়।জানা যায়, বহু আবেগের এবং স্মৃতিবিরজিত কাঠের তৈরি এই পাদুকাদ্বয় আজও অক্ষত তবে বর্তমানে সারা বছর প্রায় বায়ু নিরোধক কাচের তৈরি বাক্সে বিশেষ সাবধানতা অবলম্বন করে তা রাখা থাকে সযত্নে। আশ্চর্যজনকভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তবৃন্দদের বিশেষ আবেদন এবং সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে ৷
advertisement
সেই সমস্ত এলাকাগুলিতে শ্রীচৈতন্যদেবের জীবদ্দশায় পৌছানো তারিখ অনুযায়ী ভক্তবৃন্দরা নিজে নিজে এলাকাতে স্বচক্ষে দেখে পূণ্য লাভ করেছেন। অথচ শান্তিপুরের সাথে পড়াশোনার সুবাদে শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের শ্রীচৈতন্যদেবের নিয়মিত যাতায়াত এবং শচীমাতার বেশ কিছুদিন থাকা সত্বেও ঢিল ছোড়া দূরত্বে শান্তিপুরে, সেই পাদুকাদ্বয় এসে পৌঁছাতে সময় লেগে গেলো প্রায় ৫০০ বছর।
আরও পড়ুন: Budh Shukra Yog 2025: বুধ-শুক্রের শুভ সংযোগে কামালে ৩ রাশির! চাকরি-কেরিয়ার-ব্যবসা বাণিজ্যে ট্রাম্পকার্ড, টাকার দুনিয়ায় কাঁপাবেন
যদিও এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন এবং বহু প্রাচীন এইরকম এক মহাপুরুষের ব্যবহৃত জিনিস আনা বেশ খানিকটা ব্যয় সাপেক্ষ। তার ওপর সরকারি বিভিন্ন বিধি নিষেধ তো রয়েইছে। শান্তিপুরের বড় গোসামী বাড়ি সহ বিভিন্ন সুবিশাল মন্দির সংস্কার এবং সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পুজো পাঠ এবং আনুষাঙ্গিক খরচের কারণেই হয়তো যথেষ্ট ব্যয় সাপেক্ষ এই উদ্যোগ আগে কখনো নেওয়া হয়নি।
advertisement
আরও পড়ুন: Kolkata Fire: কলকাতায় জোড়া অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে পার্ক সার্কাস স্টেশন, নারকেলডাঙ্গার বস্তিতেও ভয়ঙ্কর আগুন
তবে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ পাদুকাদ্বয় স্বচক্ষে দর্শন করতে, শান্তিপুরের মানুষ তো বটেই সকাল থেকে জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দ এবং বড় গোস্বামী বাড়ির দূর দূরান্তের শিষ্যরা হাজির হয়েছিলেন। মন্দির কর্তৃপক্ষ জানান, বিকালে একটি ছোট নগর ভ্রমণ করার পর পাদুকাদ্বয় ফিরে যাবে যথাস্থান নবদ্বীপে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 5:49 PM IST