Nadia News:অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ৫০ গ্রামবাসী, দেদার চাঞ্চল্য নদিয়ায়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ একাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দার বাড়িতে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বহু বাসিন্দা। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় প্রায় ৫০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে
নদিয়া: অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ একাধিক গ্রামবাসী। স্থানীয় বাসিন্দার বাড়িতে খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বহু বাসিন্দা। মঙ্গলবার দুপুরে অসুস্থ অবস্থায় প্রায় ৫০ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটপুকুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেখানে যোগদান করেছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, অনুষ্ঠান শেষে সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামের একাধিক মানুষ। মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু , মহিলা, পুরুষ-সহ প্রায় ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা এলাকাবাসীদের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় পাটপুকুর এলাকায়।
advertisement
স্থানীয় বাসিন্দা ইকরাম শেখ জানান, সকলের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। খাবারে কোনও বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News:অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত ৫০ গ্রামবাসী, দেদার চাঞ্চল্য নদিয়ায়

