Nadia: Viral: অতীতের তিরস্কারই আজকের পুরস্কার, শিস দিয়ে গান গেয়ে ভাইরাল ফুলিয়ার ব্যবসায়ী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Nadia: Viral: ছোটবেলায় শিস দেওয়ার কারণে বকা খেয়েছিলেন। কিন্তু তারপরেও নিজের জেদ ছাড়েননি। এখন অনেকেই তাঁর দোকানে ছুটে আসেন গান শুনতে।
নদিয়া: শিস দিতে আমরা অনেকেই পছন্দ করি। সময় পেলেই অবসরে অনেকেই শিস দিয়ে গানের সুর তুলি। ছোটবেলায় শিস দিতে গিয়ে বকা খেয়েছেন প্রায়ই অনেকেই। ঠিক তেমনই নদিয়ার ফুলিয়ার আশিষ মহলদারও ছোটবেলায় শিস দেওয়ার কারণে বকা খেয়েছিলেন। কিন্তু তারপরেও নিজের জেদ ছাড়েননি। এখন অনেকেই তাঁর দোকানে ছুটে আসেন গান শুনতে।
আশিষ ছোটবেলা থেকেই মনস্থির করেন শিস দিয়ে গান করবেন বিভিন্ন অনুষ্ঠানে। তার পর থেকেই কঠোর অনুশীলন। শিস দিয়ে গান গাওয়ার জন্য এখন ভাইরাল তিনি। ডাক পড়ে বিভিন্ন অনুষ্ঠানে। তাঁর গান শুনে মুগ্ধ আট থেকে আশি। বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে পেশায় মুদি ব্যবসায়ী আশিষের সংসার । ছোটবেলা থেকেই মুখে শিস দিয়ে সুর তোলেন , সেই থেকে আজও ওই সুর ধরে রেখেছেন এই যুবক।
advertisement
advertisement
আরও পড়ুন : দুপুরে খাওয়ার পর স্নান করছেন? শরীরের সর্বনাশ হচ্ছে
তাঁর বাড়ি শান্তিপুর থানার ফুলিয়ায়, জীবনানন্দ কলোনিতে । ছোটবেলায় শিস দেওয়ার জন্য কপালে জুটেছিল মার। আর সেই থেকেই মনে মনে ঠিক করে নেন, এই শিসকেই মাধ্যম করে জীবনে নিজেকে প্রতিষ্ঠা করবেন। মনের সেই সুপ্ত বাসনার জন্যই আজ ফুলিয়ায় তাঁর নাম ঘরে ঘরে। হ্যাঁ, ফুলিয়ার আশিষ মহলদারের শিস দিয়ে গান আজ মুগ্ধ হয়ে শোনেন সবাই। বাড়িতে গানবাজনার ঘরানা ছিলই, আর সেই গানই কীভাবে শিস দিয়ে নিখুঁত ভাবে পরিবেশন করা যায়, সেই চেষ্টাই প্রতিদিন করতেন কৃত্তিবাসের আদিভূমির জীবনানন্দ কলোনির আশিষ। এখন তিনি অনর্গল শিস দিয়ে গান গেয়ে যান। সে পুরনো বাংলা গানই হোক, অথবা হিন্দি, কিংবা বাংলা লোকসঙ্গীতই হোক।
advertisement
( প্রতিবেদন : মৈনাক দেবনাথ)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 10:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: Viral: অতীতের তিরস্কারই আজকের পুরস্কার, শিস দিয়ে গান গেয়ে ভাইরাল ফুলিয়ার ব্যবসায়ী