তাপপ্রবাহ থেকে ঝিমুনিভাব, এমনকি হিটস্ট্রোকেও আক্রান্ত হতে পারে শিশুরা৷ তাই তাদের গরমে সুস্থ রাখার প্রথম ও শেষকথা হল পর্যাপ্ত জলপান৷ আপনার সন্তান যেন দিনে ২ থেকে ৩ লিটার জল অবশ্যই পান করে, সেটা দেখতে হবে৷ শুধু জল পান করতে না চাইলে দিন ডাবের জল, লেবুর শরবত, বেলপানা বা খসের শরবত৷