সাতসকালে মর্মান্তিক ঘটনা, উদ্ধার বালি ব্যবসায়ীর দেহ! ব্যবসায়িক গণ্ডগোল না অন্যকিছু! তদন্তে পুলিশ

Last Updated:

সাতসকালে পুকুরের ধারে থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় কায়েম সেখ (৩২) তার দেহ উদ্ধার করা হয়।

বালি ব্যবসায়ীর রহস্য মৃত্যুতে শোকাহত পরিবার
বালি ব্যবসায়ীর রহস্য মৃত্যুতে শোকাহত পরিবার
রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডল: রবিবার সাতসকালে পুকুরের ধারে থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় কায়েম সেখ (৩২) তার দেহ উদ্ধার করা হয়। সে এলাকায় বালি ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিল।
জানা গিয়েছে, শনিবার রাতে গ্রামে চলছিল জলসার অনুষ্ঠান। জলসা দেখতেই বন্ধু বান্ধবদের সঙ্গে বাড়ি থেকে বের হন বালি ব্যবসায়ী কায়েম শেখ (বয়স ৩২) । বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জরুর গ্রামে। পরিবারের অভিযোগ, জলসা দেখে আর বাড়ি ফেরেননি যুবক। দীর্ঘক্ষণ হয়ে গেলেও বাড়ি না ফেরায় ভোর রাত থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের আত্মীয়রা।
advertisement
advertisement
অবশেষে অপর আরেকটি বালির গোলা সংলগ্ন পুকুর থেকেই রবিবার সকালে রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার হয় যুবকের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, “ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তাকে খুন করা হয়েছে। ব্যবসায়ীক কারণেই তার উপর এই হামলা চালানো হয়েছে। আমরা পুলিশকে বলব উপযুক্ত তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক।” জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুকুরের ধার থেকে দেহ উদ্ধার করা হয়েছে। তারা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর পরিষ্কার হবে খুন না অন্যকিছু। যদিও পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাতসকালে মর্মান্তিক ঘটনা, উদ্ধার বালি ব্যবসায়ীর দেহ! ব্যবসায়িক গণ্ডগোল না অন্যকিছু! তদন্তে পুলিশ
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement