খবর দিলেই পুরস্কার! লিফলেট বিলি হতেই ব্যাগ ভর্তি তাজা সকেট বো*মা উদ্ধার সাগরপাড়ায়! গ্রেফতার ১, শোরগোল এলাকায়

Last Updated:

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমা উদ্ধারের কাজে যে কোনও তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে এবং যথাযথ পুরস্কৃতও করা হবে।

পুলিশের হাতে গ্রেফতার
পুলিশের হাতে গ্রেফতার
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়: ‘বোমা মুক্ত মুর্শিদাবাদ’ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে একের পর এক অভিযান চলছে। কয়েকদিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিলি করে সাধারণ মানুষকে বোমা উদ্ধারের খবর দিতে আহ্বান জানানো হয়েছিল। সেই প্রচারের ফল মিলল এবার সাগরপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হ্যান্ডবিলে দেওয়া নম্বরে ফোন করে বোমা মজুতের খবর দেন এলাকার এক ব্যক্তি। খবর পেয়ে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের জেলায় শিকার করেন বোমা মজুত করে রাখার কথা। ওই ব্যক্তির হেফাজতে মজুত করে রাখা বোমা তিনি নিজেই পুলিশকে দেখিয়ে দেন এবং তার পরেই সাগরপাড়ার টিকটকিপাড়া এলাকা থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। আর ঘটনার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় মবিউল ইসলাম। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ার বামনাবাদ পূর্ব বিচপাড়া এলাকায়। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কী কারণে বোমা মজুত করে রেখেছিল? এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনা তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
advertisement
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমা উদ্ধারের কাজে যে কোনও তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে এবং যথাযথ পুরস্কৃতও করা হবে। মুর্শিদাবাদকে সম্পূর্ণ বোমামুক্ত করতে পুলিশ প্রশাসনের এই অভিযান আগামীদিনেও জারি থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খবর দিলেই পুরস্কার! লিফলেট বিলি হতেই ব্যাগ ভর্তি তাজা সকেট বো*মা উদ্ধার সাগরপাড়ায়! গ্রেফতার ১, শোরগোল এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement