খবর দিলেই পুরস্কার! লিফলেট বিলি হতেই ব্যাগ ভর্তি তাজা সকেট বো*মা উদ্ধার সাগরপাড়ায়! গ্রেফতার ১, শোরগোল এলাকায়
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Madhab Das
Last Updated:
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমা উদ্ধারের কাজে যে কোনও তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে এবং যথাযথ পুরস্কৃতও করা হবে।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়: ‘বোমা মুক্ত মুর্শিদাবাদ’ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে একের পর এক অভিযান চলছে। কয়েকদিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিলি করে সাধারণ মানুষকে বোমা উদ্ধারের খবর দিতে আহ্বান জানানো হয়েছিল। সেই প্রচারের ফল মিলল এবার সাগরপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হ্যান্ডবিলে দেওয়া নম্বরে ফোন করে বোমা মজুতের খবর দেন এলাকার এক ব্যক্তি। খবর পেয়ে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের জেলায় শিকার করেন বোমা মজুত করে রাখার কথা। ওই ব্যক্তির হেফাজতে মজুত করে রাখা বোমা তিনি নিজেই পুলিশকে দেখিয়ে দেন এবং তার পরেই সাগরপাড়ার টিকটকিপাড়া এলাকা থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। আর ঘটনার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে ধৃত যুবকের নাম জানা যায় মবিউল ইসলাম। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ার বামনাবাদ পূর্ব বিচপাড়া এলাকায়। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কী কারণে বোমা মজুত করে রেখেছিল? এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনা তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ভাঙড়ে পথ দুর্ঘটনা কমিয়েছে কলকাতা পুলিশ, এরই মাঝে আবার সুখবর! সংখ্যা বাড়বে ট্র্যাফিক গার্ডের
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বোমা উদ্ধারের কাজে যে কোনও তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে এবং যথাযথ পুরস্কৃতও করা হবে। মুর্শিদাবাদকে সম্পূর্ণ বোমামুক্ত করতে পুলিশ প্রশাসনের এই অভিযান আগামীদিনেও জারি থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Nov 05, 2025 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খবর দিলেই পুরস্কার! লিফলেট বিলি হতেই ব্যাগ ভর্তি তাজা সকেট বো*মা উদ্ধার সাগরপাড়ায়! গ্রেফতার ১, শোরগোল এলাকায়








